সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. ছগির হোসেন।
আটক সাইফুল্লাহ নগরের ২৮ নম্বর ওয়ার্ডের গণপাড়া দিঘীরপাড় এলাকার বাসিন্দা এবং কাশিপুর বাজারের ‘মেহেন্দিগঞ্জ পাখি ঘর’ নামের দোকানের মালিক।
পরিদর্শক ছগির হোসেন জানান, ‘পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য পেয়ে প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হয়ে দোকানে অভিযান চালানো হয়। এ সময় ধানের বস্তার ভেতর থেকে বিশেষভাবে লুকানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট থেকেই দুই কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: কোচিং থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশু ফাতেমার
তিনি আরও জানান, আটক সাইফুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে স্থানীয় পেশাদার মাদক ব্যবসায়ী ‘রাজা’র সঙ্গে। মূলত রাজাসহ অনেকে সাইফুল্লাহর কাছে মাদক জমা রাখত, পরে সেগুলো বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো। কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এনে সাইফুল্লাহর দোকানকে আড়াল হিসেবে ব্যবহার করে বরিশালের নানা এলাকায় সরবরাহ করা হতো।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, শাহ মো. সাইফুল্লাহকে সবাই ভদ্র ও ভালো মানুষ হিসেবেই চিনতো। পুলিশ তাকে গাঁজাসহ আটক করার পর বিষয়টি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে।
ডিবি পুলিশের পরিদর্শক ছগির হোসেন বলেন, প্রথমে পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে সাইফুল্লাহর খোঁজ-খবর নেয়া হয়। স্থানীয়দের কাছে তার ভাবমূর্তি ভালো হলেও তদন্তে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার প্রমাণ মেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
]]>