বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) এই শিক্ষার্থী সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারিতে সাফল্য পাওয়ার সপ্তাহ না কাটতেই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসবেন বলে জানা গেছে।
আলিফের গ্রামের বাড়ি পাবনায়। যদিও শুরুতে তিনি ফুটবল খেলোয়াড় হতে চেয়েছিলেন, কিন্তু ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশের আইকন আর্চার রোমান সানার রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ জেতা দেখার পর সবকিছু বদলে যায়। রোমান সানা ছিলেন প্রথম বাংলাদেশী তীরন্দাজ যিনি এই চ্যাম্পিয়নশিপে পদক জিতেছিলেন।
আলিফ আত্মবিশ্বাসের সাথে বলেন, 'সে (সানা) বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছে। অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে। একদিন আমিও পারব।'
আরও পড়ুন: এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আলিফের স্বর্ণ জয়
রিকার্ভ ইভেন্টে তীরন্দাজরা একটি বিশেষ ধনুক ব্যবহার করেন যার প্রান্তভাগ দড়ি ছাড়া বাইরের দিকে বাঁকানো থাকে। এটি অলিম্পিক সহ তীরন্দাজি চ্যাম্পিয়নশিপের অন্যতম প্রধান বিভাগ। লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক গেমসের আর তিন বছর বাকি আছে। আলিফ এরই মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার দিকে মনোযোগ দিতে শুরু করেছেন।
এক সাক্ষাৎকারে আলিফ বলেন, 'অলিম্পিক এখনও অনেক দূরে, আমার কাজ এখন থেকেই প্রস্তুতি নেওয়া।'
আব্দুর রহমান আলিফের গুলতি হাতে পাখি শিকার থেকে আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদক জয়ের পথে এই যাত্রা এবং অলিম্পিকের স্বপ্ন দেখা, বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।