শনিবার (৪ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
সিং ভারতীয় বিমান বাহিনীর বার্ষিক দিবসের সংবাদ সম্মেলনে এমন দাবি জানান। এ সময় সাংবাদিকদের বলেন,
‘যতদূর বিমান প্রতিরক্ষা বিভাগের কথা জানি, আমাদের কাছে একটি দূরপাল্লার হামলার প্রমাণ আছে... সেই পাঁচটি যুদ্ধবিমানের সাথে। এফ-১৬ এবং জেএফ-১৭ শ্রেণীর মধ্যে উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমান। আমাদের সিস্টেম এমনটাই বলছে।’
আরও পড়ুন:ভারতে সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু, তামিলনাড়ুতে বিক্রি নিষিদ্ধ
তবে, তিনি এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি।
এফ-১৬ হলো মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি যুদ্ধবিমান, আর জেএফ-১৭ চীনের তৈরি।
যদিও সিং এর আগেও বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই দাবি করেছিলেন, সংঘর্ষের সময় পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান এবং আরেকটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল, এই প্রথম নয়াদিল্লি জনসমক্ষে জেটের শ্রেণীর কথা উল্লেখ করল। মে মাসে পাকিস্তানের ভারতীয় বিমান ভূপাতিত করার বিষয়েও তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
তবে, চার দিনের উত্তেজনার সময় যখন ভারতীয় বিমানবাহিনী প্রধান প্রথমবারের মতো দাবি করেছিলেন যে, পাকিস্তানের বিমান ভূপাতিত করা হয়েছে, তখন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ‘অবাস্তব’ বলে ভারতীয় দাবি প্রত্যাখ্যান করেছিলেন।
খাজা আসিফ আগস্টে তীব্র ভাষায় এক বিবৃতিতে বলেছিলেন, ভারতীয় বিমানবাহিনী প্রধানের দাবিগুলো যতটা অবাস্তব, ঠিক ততটাই অযৌক্তিক।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেন, সংঘাতের সময় পাকিস্তান বিমানবাহিনী ‘সাতটি ভারতীয় বিমান’ ধ্বংস করেছে। এর এক সপ্তাহ পর ভারতীয় বিমানবাহিনী প্রধানের বিমান ভূপাতিত করার সর্বশেষ দাবি এলো।
আরও পড়ুন:জিম্মি মুক্তির ইঙ্গিত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, ট্রাম্পের প্রশংসায় মোদি
এছাড়া, এই সপ্তাহের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বর্ণনা করেছেন, কীভাবে তিনি একটি সক্রিয় সংঘাতের সময় উভয় দেশের মুখোমুখি হয়েছিলেন যেখানে সাতটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল এবং দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেয়েছিল।
]]>