এ ঘটনায় ভারত ও পাকিস্তান এরইমধ্যে নানা প্রতিক্রিয়া দেখিয়েছে। সরব ভারত ক্রিকেট বোর্ডও। তারা পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না বলে জানিয়েছে, যদিও এক দশক ধরে দুদল কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না। পরিকল্পনা আছে আইসিসি বা এসিসি ইভেন্টেও পাকিস্তানের মুখোমুখি না হওয়ার।
ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী যেন এক কাঠি সরেস। তিনি পাকিস্তানের সঙ্গে ভারতকে সব ধরনের সম্পর্কই ছিন্ন করার কথা বলেছেন। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘পহেলগামের ঘটনা কোনো রসিকতা নয়। ১০০ শতাংশ, এটা (পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা) করা উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। প্রতি বছর এমন ঘটনা ঘটবে, এটা কোনো মজার বিষয় নয়। সন্ত্রাসবাদ সহ্য করা হবে না।’
আরও পড়ুন: পাকিস্তানি অ্যাথলেটকে আমন্ত্রণ জানিয়ে ভারতে তোপের মুখে অলিম্পিকে সোনাজয়ী
গত ২২ এপ্রিল পহেলগামের বাইসারানে ওই হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় এমন একটি তৃণভূমি রয়েছে যেখানে কেবল পায়ে হেঁটে অথবা ঘোড়া দিয়ে যাওয়া যায়। একদল পর্যটক ওই এলাকায় বেড়াতে গিয়েছিলেন। তাদের মধ্যে ২৬ জন বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম ফ্যানকোড নিজেদের দেশে পিএসএল দেখানো বন্ধ করেছে।
ফ্যানকোডই ভারতের একমাত্র প্লাটফর্ম হিসেবে পিএসএলের ম্যাচগুলো সম্প্রচার করতো। এবারের আসরের প্রথম ১৩টি ম্যাচই সম্প্রচার করেছে তারা। লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমির ম্যাচ থেকে তারা সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে আসে।
ফ্যানকোড কেবল পিএসএল দেখানোই বন্ধ করেনি, নিজেদের সাইট থেকে এ সংক্রান্ত সব তথ্যও মুছে দিয়েছে। ক্রিকেটের নিরবচ্ছিন্ন হালনাগাদ জানায় ক্রিকবাজ। ভারতভিত্তিক এ সাইটেও পিএসএল সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে না।