পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকতে পারেন যারা

৪ দিন আগে
আগামী ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দলগুলো প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে। তবে এখনও স্কোয়াড ঘোষণা করেনি পাকিস্তান। গুঞ্জন রয়েছে, এরই মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল আইসিসিকে পাঠিয়েছে পিসিবি। দলের প্রধান কোচ মাইক হেসনের সবুজ সংকেত পেলেই চূড়ান্ত দল প্রকাশ করবে পিসিবি।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে পাকিস্তান। সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছে। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন দেশে ফিরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে আলোচনা করেই খেলোয়াড়দের নাম প্রকাশ করবেন।


পাকিস্তানের গণমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অধিনায়ক থাকবেন সালমান আঘা-ই। এছাড়াও, দলে জায়গা অনেকটা নিশ্চিত সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, শাদাব খান, বাবর আজম, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, উসমান খান এবং আবরার আহমেদের।


আরও পড়ুন: কোনো ট্রফি জিতলেই কেন মায়ের কাছে পাঠিয়ে দেন কোহলি? 


আর বেশকিছু খেলোয়াড় রয়েছেন যারা কোচ অধিনায়ক ও প্রধান নির্বাচকের সঙ্গে আলোচনা করে বিবেচনা করবেন। তাদের মধ্যে রয়েছেন—শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, সালমান মির্জা, খাজা নাফায়, আব্দুল সামাদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং উসমান তারিক।


এদিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। অজি দল আগামী ২৬ কিংবা ২৭ জানুয়ারি পাকিস্তানে পা রাখবে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের দলই হতে পারে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড।    

]]>
সম্পূর্ণ পড়ুন