সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তানের মাঠের লড়াইটা আর জমছে না। কেমন যেন দুই দলের লড়াইটা এখন একপেশে হয়ে গেছে। যদিও মাঠে নামার আগে কথার লড়াইটা বেশ উত্তাপ ছড়ায় ক্রিকেটাঙ্গনে।
রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি কিংবা এসিসিরি ইভেন্ট ছাড়া দুই দলের দেখা হয় না বহুদিন ধরে। বহুজাতিক টুর্নামেন্টগুলোতে যখন দেখা হয়, তখন খেলার চেয়ে রাজনৈতিক কারণেই বেশি উত্তাপ ছড়ায়।
আরও পড়ুন: ভারতকে হারাতে পারলে বিশেষ বার্তা দেবে পাকিস্তান!
এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে কোনো পাত্তাই পায়নি পাকিস্তান। তবে সে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনা হচ্ছে হ্যান্ডশেক কাণ্ড নিয়ে। টসের সময় ভারতের অধিনায়ক পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি। এমনকি খেলা শেষেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের কেউ। তা নিয়েই শুরু হয় তোলপাড়। আজও সেই ঘটনার পুনরাবৃত্তি হলো, সুপার ফোরের ম্যাচে আজও হাত মেলাননি দুই দলের অধিনায়ক।
সবশেষ দুই দলের পাঁচবারের দেখায় সবগুলোতেই হেরেছে পাকিস্তান। তবে এরপরেও দুই সব মিলিয়ে কোন দলের জয় বেশি, তা নিয়েও তো মাঝেমধ্যে তর্কটা হয়। কিন্তু ১৯৫২ সালে পাকিস্তানের টেস্ট অভিষেকের পর থেকে এখন পর্যন্ত দুই দলের লড়াইয়ে জয়ের পাল্লাটা পাকিস্তানেরই বেশি ভারি।
এখন পর্যন্ত সব মিলিয়ে এই দুই দলের দেখা হয়েছে মোট ২০৯ বার। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৮৮টিতে, ভারতের জয় ৭৭টিতে। বাকি ম্যাচগুলোর মধ্যে ১টি ম্যাচ টাই হয়েছে, ৫ ম্যাচ পরিত্যক্ত হয়েছে আর ৩৮ টেস্ট ড্র হয়েছে।
আরও পড়ুন: আজ ভারতের কাছে হারলেই লজ্জার রেকর্ডে নাম লেখাবে পাকিস্তান
ভারতের বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ জয়টা ৩ বছর আগে। ২০২২ সালের এশিয়া কাপের ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৭ ম্যাচের কোনোটিই জিততে পারেনি পাকিস্তান, এছাড়া সর্বশেষ ৫ ম্যাচেই হেরেছে তারা।
২০০৭ সালের পর থেকে লাল বলের ক্রিকেটে মুখোমুখি হয় না দুই দল। তবে এত লম্বা সময় ধরে দুই দলের লড়াইয়ে কোনো দলই টানা ৫ ম্যাচের বেশি জিততে পারেনি। আজ যদি ভারত জিতে যায়, তাহলে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বে তারা। প্রথমবারের মতো টানা ৬ ম্যাচে জয়ের রেকর্ড হবে।
]]>