পাকিস্তানের পারফরম্যান্সে ক্ষুব্ধ ইমরান খান

৯ ঘন্টা আগে
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান বর্তমানে জেলে আছেন। তবে পাকিস্তানে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মন্তব্য করতে ছাড়েননি সাবেক অলরাউন্ডার। স্বাগতিকদের পারফরম্যান্সের সমালোনা করেছেন তিনি।

২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করেছে পাকিস্তান। তবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে স্বাগতিকরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবর-শাহিনদের পারফরম্যান্সের সমালোচনা করছে সকলে। এবার সেই সমালোচনায় যোগ হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশ্বকাপজয়ী অলরাউন্ডার ইমরান খান।


ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। দুর্নীতির মামলায় সম্প্রতি ১৪ বছরের কারাদণ্ড হয়েছে তার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জেল গেটের বাইরে সাংবাদিকদের সামনে পাকিস্তানের পারফরম্যান্সে নিয়ে ক্ষোভ ঝাড়েন তিনি।


ইমরান খানের কথা উল্লেখ করে তার বোন আলিমা খান বলেছেন, ‘ভারতের বিপক্ষে (পাকিস্তানকে) হারতে দেখে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা দুঃখ পেয়েছেন। তিনি আরও বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে জিজ্ঞেস করা উচিত যে ক্রিকেট সম্পর্কে তিনি কতটা অভিজ্ঞ।’


আরও পড়ুন: ভারতকে অন্যায়ভাবে সুবিধা দিচ্ছে আইসিসি: প্যাট কামিন্স


এদিকে পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজাও জানিয়েছেন, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অবস্থা দেখে ইমরান খান খুব দুঃখ পেয়েছেন। সালমান আকরাম বলেছেন, ‘ক্রিকেটের সঙ্গে পাকিস্তানের মানুষের গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু গত কয়েক বছরে খেলাটিকে তামাশায় পরিণত করা হয়েছে।’


এ নিয়ে আইসিসি আয়োজিত সর্বশেষ তিনটি আসরেই গ্রুপপর্ব থেকে বিদায় নিল পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেরও প্রথম ধাপ টপকাতে পারেননি পাকিস্তান। 

]]>
সম্পূর্ণ পড়ুন