স্থানীয় সময় রোববার (২৯ জুন) পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশটির জন্য ৩৪০ কোটি ডলার বাণিজ্যিক ঋণ নবায়ন করেছে চীন। পাশাপাশি, পুনর্বিনিয়োগ করা হবে সম্প্রতি শোধ করা আরও ১৩০ কোটি ডলারের ঋণ। খবর রয়টার্সের।
এদিকে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ইসলামাবাদকে ২১০ কোটি ডলারের বেশি ঋণ দিয়েছিল বেইজিং, যা গেল তিন অর্থ বছর ধরে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে রয়েছে।
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণের সঙ্গে বেইজিংয়ের সহায়তা মিলে পাকিস্তানের বৈদেশিক রিজার্ভের পরিমাণ এক হাজার ৪০০ কোটি ডলারে উন্নীত হতে পারে।
আরও পড়ুন: চীন থেকে জে-১০সি যুদ্ধবিমান কিনছে ইরান: রিপোর্ট
মধ্যপ্রাচ্যের একাধিক বাণিজ্যিক ব্যাংক থেকে ১০০ কোটি এবং বহুমুখী আর্থিক সহায়তা সংস্থার পক্ষ থেকে ৫০ কোটি ডলার দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আইএমএফের দেয়া শর্ত অনুযায়ী, জুনের শেষ নাগাদ পাকিস্তানকে কমপক্ষে ১ হাজার ৪০০ কোটি ডলারের বৈদেশিক রিজার্ভ বজায় রাখতে হবে। ইসলামাবাদ বলছে, এই পদক্ষেপগুলো আইএমএফের বেইলআউট কর্মসূচির আওতায় স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টায় সহায়ক হবে। ৭০০ কোটি ডলারের আইএমএফ ঋণ সহায়তা এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে অর্থনীতি এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছ বলে মত পাকিস্তানের কর্মকর্তাদের।
]]>