কিন্তু আইসিসি এখনও পাইক্রফটের বিষয়ে কিছু জানায়নি। এই বিষয়ে পিসিবি ও এসিসি সভাপতি মহসনি নাকভি বোর্ডের সাবেক প্রধান রমিজ রাজা ও নাজাম শেঠির সঙ্গে আলোচনা করছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন বরাতে জানা যাচ্ছে, পাইক্রফটের অপসারণের পাশাপাশি হ্যান্ডশেক না করায় ভারতীয় অধিনায়কের ক্ষমা চাওয়ার দাবি তুলেছে পাকিস্তান। যার এখনও সুরাহা হয়নি। তাই ম্যাচ পিছিয়ে গিয়েছে এক ঘণ্টা।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকইনফো ও ক্রিকবাজের খবর হলো, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি সাড়ে ৯টা নাগাদ অনুষ্ঠিত হবে। কিন্তু এই সিদ্ধান্ত কারা নিয়েছেন, সেটা জানা যায়নি। আরব আমিরাত ম্যাচটা গ্রুপপর্বে পাকিস্তানের শেষ ম্যাচ, জিতলেই সুপার ফোরে উঠে যাবে তারা ।
আরও পড়ুন: আফগানিস্তানের হারে যার দায় দেখছেন রশিদ
সংবাদমাধ্যমগুলো জানাচ্ছিল, আরব আমিরাতের ক্রিকেটাররা দুবাই স্টেডিয়ামে উপস্থিত হলেও নিজেদের দাবিতে একাট্টা পাকিস্তানের ক্রিকেটাররা হোটেলে আবদ্ধ ছিলেন। অবশেষে মহসিন নাকভি এক্সে জানিয়েছেন, ক্রিকেটারদের মাঠের উদ্দেশে রওনা হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে যাচ্ছেন। তাহলে কি পাইক্রফট এই ম্যাচে দায়িত্ব পালন করছেন না? এ বিষয়ে কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি।