পাকিস্তানের এক প্রদেশে ৮ মাসে ৬০৫ ‘সন্ত্রাসী হামলা’

৩ সপ্তাহ আগে
সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়ে অগ্রভাগে থাকা খাইবার পাখতুনখোয়ায় ২০২৫ সালের প্রথম আট মাসে ৬০০টিরও বেশি ‘সন্ত্রাসী ঘটনা’ ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

স্থানীয় পুলিশের এক প্রতিবেদন অনুসারে, চলতি বছরের গেল আগস্ট পর্যন্ত প্রদেশটিতে ৬০৫টি ‘সন্ত্রাসী ঘটনা’ ঘটেছে, যার ফলে ১৩৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৫২ জন আহত হয়েছেন।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব ঘটনায় ৭৯ জন পুলিশ সদস্য নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন।

 

এর মধ্যে গত মাসেই খাইবার পাখতুনখোয়ায় মোট ১২৯টি সন্ত্রাসী ঘটনায় ১৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। এছাড়া ১৩ জন পুলিশ সদস্য নিহত এবং আহত হয়েছেন ৪৬ জন। 

 

আরও পড়ুন: পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বোমা হামলা, নিহত বেড়ে ১৫

 

প্রতিবেদন অনুসারে, ইতোমধ্যে, আগস্ট মাসে সন্ত্রাসী ঘটনায় ৩৫১ জন সন্দেহভাজনের নাম উল্লেখ করা হয়েছে, ৩২ জন অভিযানে নিহত হয়েছেন এবং পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ বলছে, আগের মাসে বান্নু শহরে সবচেয়ে বেশি ৪২টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। এছাড়াও, উত্তর ওয়াজিরিস্তানে ১৫টি, দক্ষিণ ওয়াজিরিস্তানে ১৪টি এবং দির-এ ১১টি সন্ত্রাসী ঘটনার খবর পাওয়া গেছে।

 

খাইবার পাখতুনখোয়ার এফসি সদর দফতরে ‘জঙ্গি হামলা’র পর পাকিস্তান সেনাবাহিনী এবং ফেডারেল কনস্টেবুলারি (এফসি)-এর ছয় সদস্য নিহত হওয়ার কয়েকদিন পরই এই প্রতিবেদনটি প্রকাশ করা হলো।

 

সূত্র: জিও নিউজ
 

]]>
সম্পূর্ণ পড়ুন