আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ‘সন্ত্রাসীদের’ উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী জেলায় একটি আইবিও অভিযান পরিচালনা করে।
বিবৃতিতে বলা হয়, ‘অভিযান পরিচালনার সময়, সৈন্যরা কার্যকরভাবে তাদের অবস্থানে আক্রমণ করে এবং উভয় পক্ষের তীব্র গুলি বিনিময়ের পর ছয়জন নিহত হয়। এ সময় চারজন গুরুতর আহত হয়েছে।’
আরও পড়ুন:সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গোলাগুলি
এতে আরও বলা হয়েছে, ওই এলাকায় ‘সন্ত্রাসীদের’ নির্মূল করার জন্য একটি স্যানিটাইজেশন অভিযানও চালানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে বদ্ধপরিকর।’
২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সরকারের সাথে যুদ্ধবিরতি শেষ করার পর, গত এক বছরে পাকিস্তানে, বিশেষ করে কেপি এবং বেলুচিস্তানে ‘সন্ত্রাসী’ কার্যকলাপ বেড়েছে।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের এক প্রতিবেদন অনুসারে, মার্চ মাসে ‘সন্ত্রাসীদের’ সহিংসতা এবং নিরাপত্তা অভিযান তীব্রতর হয়, ২০১৪ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো হামলার সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়।
আরও পড়ুন:কাশ্মীরে হামলা: এবার ভারতীয়দের ভিসা স্থগিত করল পাকিস্তান
সূত্র: ডন
]]>