পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৪

১ সপ্তাহে আগে
পাকিস্তানের বেলুচিস্তানে শক্তিশালী বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

রোববার (১৮ মে) প্রদেশটির কিল্লা আব্দুল্লাহ জেলার গুলিস্তান বাজারে এ বিস্ফোরণ হয় বলে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, জব্বার মার্কেটের কাছে এই বিস্ফোরণের কারণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান ধসে পড়ে এবং আগুন ধরে যায়।

 

আরও পড়ুন: পানি বন্ধের সাহস যেন কেউ না করে, ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের

 

আহতদের স্থানীয় হাসপাতালে এবং গুরুতর আহতদের কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে। কিল্লা আব্দুল্লাহর ডেপুটি কমিশনার রিয়াজ খান হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাজারটি ফ্রন্টিয়ার কর্পস দুর্গের (এফসি) দেওয়াল সংলগ্ন। বিস্ফোরণের পর এফসি'স সদস্যদের সঙ্গে অজ্ঞাত বন্দুকদারীদের গোলাগুলি হয়েছে।

 

বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে এবং অভিযান শুরু করা হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

 

আরও পড়ুন: ভারত-পাকিস্তান সংঘাত: আলোচনায় বসবে পাকিস্তান, চীন ও আফগানিস্তান

 

খুজদার জেলার নাল এলাকায় একটি চেকপোস্টে অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিদের ভয়াবহ বন্দুক হামলায় চার আধাসমারিক সদস্য নিহত হওয়ার কয়েকদিন পর এই বিস্ফোরণটি ঘটে। শুক্রবার সামান্দ লেভি চেকপোস্টে ওই হামলা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন