পাকিস্তানে ভারতের হামলার ভাইরাল ভিডিওটি ‘মিথ্যা’

২৩ ঘন্টা আগে
বুধবার একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভারতীয় ব্যবহারকারীদের পোস্টে একটি ভিডিও শেয়ার করা হয়। যাতে দাবি করা হয়, ভারত পাকিস্তানে আক্রমণ করছে। কিন্তু ফুটেজটি ২০২৪ সালের অক্টোবরের এবং এতে ইসরাইলের নেভাতিম বিমানঘাঁটিতে ইরানি বিমান হামলা দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এমন দাবি করা হয়। 

 


সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে দাবি করা হয়, ‘জম্মু কাশ্মীরের পহেলগাম ঘটনার পর ভারত-পাকিস্তানের উত্তেজনা শুরু হলে  ভারতীয় মূলধারার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

 

আরও পড়ুন:দাবি ভারতের / সামরিক ঘাঁটিতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ব্যর্থ করা হয়েছে

 

বুধবার, একজন ভারতীয় ব্যবহারকারী এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখানো হয়েছে। যেখানে দাবি করা হয়, এতে ভারত পাকিস্তানে আক্রমণ করছে। পোস্টটিতে কথিত আক্রমণ সম্পর্কে অন্য কোনো বিবরণ দেয়া হয়নি। যেমন তারিখ, প্রেক্ষাপট বা অবস্থান।’


পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘শুভ দীপাবলি, পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনী - জয় হিন্দ।’ এর সাথে ‘অপারেশন সিন্দুর’ হ্যাশট্যাগটিও ছিল, যে নামে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে হামলা শুরু করে।’

 

Iran officially declares state of war against Israel.

Russia Warns the US and Israel Of "Serious Consequences" If they Attack Iran

World War 3 (WWIII) pic.twitter.com/7Y26SKe7ec

— Sumit (@SumitHansd) October 2, 2024

 

 

পোস্টটিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে থাকে সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা। ৫ দশমিক ১ মিলিয়নেরও বেশি ভিউ হয় পোস্টটিতে।


অন্যান্য ভারতীয় ব্যবহারকারীরা একই ভিডিও শেয়ার করেন। যা যথাক্রমে ৪০৬,০০০ এবং ৫৪০,০০০ এরও বেশি ভিউ পায়।

 

পাকিস্তান-ভারত সামরিক উত্তেজনায় ভিডিওটি নিয়ে জনসাধারণের তীব্র আগ্রহের কারণে এর সত্যতা নির্ধারণের জন্য একটি তথ্য-পরীক্ষা শুরু করা হয়েছিল।

 

তথ্য যাচাইয়ে দেখা গেছে যে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের একটি নামহীন স্থানে ভারতীয় হামলার ভাইরাল ভিডিওটি দেখানোর দাবিটি মিথ্যা। ভিডিওটি ২০২৪ সালের অক্টোবরের পুরনো এবং এতে ইসরাইলের নেভাতিম বিমানঘাঁটিতে ইরানি বিমান হামলা দেখানো হয়েছে।

 

আরও পড়ুন:ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের দেখার বিষয় নয়’, ভ্যান্সের মন্তব্য


কয়েক সপ্তাহ আগে কাশ্মীর হামলার জেরে ভারত পাকিস্তানের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। জবাবে পাল্টা হামলা করে পাকিস্তান। ভারতের হামলায় ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের হামলায় ১০ জনের বেশি ভারতীয় নিহত হয়েছেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন