পাকিস্তানে বোমা হামলার ঘটনায় ‘তীব্র নিন্দা’ জানাল যুক্তরাষ্ট্র

৩ সপ্তাহ আগে
পাকিস্তানের কোয়েটায় দুই দিন আগে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) জনসভায় আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জিও নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়।


ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস এক্সবার্তায় লিখেছে, ‘আমরা নিহত ও আহতদের প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’

 

The United States strongly condemns the September 2 suicide attack in Quetta at a Balochistan National Party meeting which killed 15 and injured many others. We offer our sincere condolences to the loved ones of those who were killed and injured. The Pakistani people deserve to…

— U.S. Embassy Islamabad (@usembislamabad) September 4, 2025

 

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি জনগণ সহিংসতা ও ভয় থেকে মুক্ত থাকার যোগ্য।

 

আরও পড়ুন:পাকিস্তানের এক প্রদেশে ৮ মাসে ৬০৫ ‘সন্ত্রাসী হামলা’


ইসলামাবাদের সঙ্গে সংহতি প্রকাশ করে মার্কিন দূতাবাস আরও বলেছে, ওয়াশিংটন ‘এই হামলার দায় স্বীকারকারী দায়েশের মতো নিন্দনীয় সন্ত্রাসী গোষ্ঠী এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে।’


উল্লেখ্য, মঙ্গলবার রাতে বেলুচিস্তানের রাজধানীতে শাহওয়ানি স্টেডিয়ামের কাছে একটি ব্যস্ত এলাকায় চলা রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। এতে এক ডজনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৩৮ জন আহত হন।

 

প্রাদেশিক সরকার ঘটনাটি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে।

 

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিএনপির রাজনৈতিক সমাবেশকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।


বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে ক্রমবর্ধমান হামলার পটভূমিতে সর্বশেষ সন্ত্রাসী ঘটনাটি ঘটল।

 

আরও পড়ুন:পারিবারিক ব্যবসার স্বার্থেই পাকিস্তানের দিকে ঝুঁকছেন ট্রাম্প!

]]>
সম্পূর্ণ পড়ুন