দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ।
পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলুচ লিবারেশন আর্মি কাচি জেলার মাচ এলাকায় আইইডি দিয়ে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়।
আইএসপিআর জানায়, করাচির ৪২ বছর বয়সি সুবেদার উমর ফারুক, কারাকের ২৮ বছর বয়সি নায়েক আসিফ খান, ওরাকজাইয়ের ২৮ বছর বয়সি নায়েক মাশকুর আলী, লাক্কি মারওয়াতের ২৬ বছর বয়সি সিপাহী তারিক নওয়াজ, বাগের ২৮ বছর বয়সি সিপাহী ওয়াজিদ আহমেদ ফয়েজ, কারাকের ২২ বছর বয়সি সিপাহী মুহাম্মদ আসিম এবং কোহাটের ২৮ বছর বয়সি সিপাহী মুহাম্মদ কাশিফ খান ‘চূড়ান্ত ত্যাগ স্বীকার এবং শাহাদাত বরণ করেছেন’।
আরও পড়ুন: পাকিস্তানে গোলাগুলিতে সেনা সদস্যসহ নিহত ৯
এতে আরও বলা হয়েছে, ওই এলাকায় থাকা যেকোনো ‘সন্ত্রাসীকে’ নির্মূল করার জন্য সেখানে অভিযান চলছে। ‘জঘন্য কাজ’ করার জন্য দোষীদের বিচারের আওতায় আনা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতি ঠেকানোর প্রচেষ্টা ব্যর্থ করতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ এবং আমাদের সাহসী সৈন্যদের এই ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।’
]]>