পাকিস্তানে অনুপ্রবেশের সময় গুলিতে নিহত ১৬

১ সপ্তাহে আগে
আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। উত্তর ওয়াজিরিস্তান জেলায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ মার্চ) সেনাবাহিনীর মিডিয়া শাখা এ তথ্য নিশ্চিত করে।

রোববার (২৩ মার্চ) প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে জিও টিভি।


প্রতিবেদনে বলা হয়, ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) অনুসারে, উত্তর ওয়াজিরিস্তানের গুলাম খান কল্লা এলাকায় আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টার সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের শনাক্ত করে নিরাপত্তা বাহিনী।

 

আরও পড়ুন:ক্ষমা চাইলেই ইমরান খানের কারামুক্তি সম্ভব!


আইএসপিআর এক বিবৃতিতে জানায়, সেনাবাহিনী সফলভাবে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গুলি বিনিময়ে ১৬ জন সশস্ত্র সদস্য নিহত হন।


এতে উল্লেখ করা হয়েছে যে, পাকিস্তান ধারাবাহিকভাবে অন্তর্বর্তীকালীন আফগান সরকারকে তাদের সীমান্তের পাশে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য অনুরোধ করে আসছে।


বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান নিরাপত্তা বাহিনী সীমান্ত সুরক্ষিত করতে এবং দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং প্রতিশ্রুতিবদ্ধ।


জানুয়ারির শুরুতে, বেলুচিস্তানের ঝোব জেলায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত থেকে অনুপ্রবেশের চেষ্টারত ছয়জন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। 

 

আরও পড়ুন:চার কানাডীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন

 

এদিকে, কাবুলে অবস্থিত পাকিস্তান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে পাকিস্তানের বিশেষ প্রতিনিধি সাদিক খান দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্য দুই দিনের সরকারি সফরে কাবুলে থাকাকালীন এই ঘটনা ঘটল।

]]>
সম্পূর্ণ পড়ুন