পাকিস্তানি ফ্যাশন ডিজাইনারের সঙ্গে কারিনা, বিপাকে অভিনেত্রী

৩ সপ্তাহ আগে
জম্মু ও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। শোবিজ অঙ্গনেও পড়েছে এর ছাপ। ভারতে নিষিদ্ধ করা হচ্ছে পাকিস্তানি শিল্পীদের।

পাকিস্তানের সঙ্গে ন্যুনতম কোনো যোগাযোগ রাখতে চাচ্ছে না ভারত। তাইতো এবার সিদ্ধান্ত নিচ্ছেন ভারতে পাকিস্তানি শিল্পীদের বয়কটের। এমন অবস্থায় পাকিস্তানি নাগরিকদের ভারত ছেড়ে যাওয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।


সেই আবহে পাকিস্তানি পোশাকশিল্পীর সঙ্গে ছবি তোলায় মারাত্মক কটাক্ষের শিকার হয়েছেন কারিনা কাপুর খান। পতৌদিদের বউমাকে ‘গাদ্দার, নির্লজ্জ’ বলতেও ছাড়লেন না নেটিজেনরা।


কাশ্মীরের বৈসরন উপত্যকায় ভয়ানক জঙ্গি হামলার পর শোকবার্তা প্রকাশ করেছিলেন কারিনা কাপুর। কিন্তু এমন আবহে পাকিস্তানের পোশাকশিল্পী ফারাজ মান্নানের ইনস্টা স্টোরিতে দেখা দেয়ায় বিপাকে পড়েছেন অভিনেত্রী।

 

আরও পড়ুন: পাকিস্তানি শিল্পীদের আবারও বয়কট করছে ভারত?


কারিনা বর্তমানে দুবাইতে রয়েছেন। সেখানেই জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ফরাজের সঙ্গে দেখা তার। অতঃপর বেবোর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি ফারাজ।

 

বলিউড অভিনেত্রীর সঙ্গে তোলা সেই ছবি পাকিস্তানি এই শিল্পী ইনস্টা স্টোরিতে পোস্ট করে লেখেন- ‘উইদ দ্য ওজি’।

 

ব্যস, এরপরই আলোচনার ঝড় শুরু। ছবি ভাইরাল হতেই কারিনার ওপর বেজায় চটেছেন নেটপাড়ার একাংশ। বেবোকে কটাক্ষ করতেও ছাড়েননি তারা।

 

আরও পড়ুন: পহেলগামে জঙ্গি হামলা, বড় সিদ্ধান্ত নিলেন শাহরুখপুত্র


রোববার মুম্বাই থেকে দুবাইয়ের উদ্দেশে উড়ে যান কারিনা কাপুর। সম্প্রতি সেখানে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন তিনি এবং সাইফ। সেইসূত্রেই গিয়েছিলেন কিনা, তা জানা যায়নি। 

]]>
সম্পূর্ণ পড়ুন