পাকিস্তানকে নিষিদ্ধ করল ফিফা

৪ সপ্তাহ আগে
পাকিস্তান ফুটবল ফেডারেশনকে (পিএফএফ) নিষিদ্ধ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের দেওয়া নির্দেশ না মানায় এই শাস্তি। এ নিয়ে গত আট বছরে তৃতীয়বার শাস্তি পেল পিএফএফ।

আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে চলতে পিএফএফকে কিছু নির্দেশনা দিয়েছিল ফিফা। কিন্তু পিএফএফ সেটা মানতে রাজি হয়নি। তাই নেমে এল নিষেধাজ্ঞার খড়গ। নিষেধাজ্ঞায় থাকা অবস্থায় পাকিস্তান কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না, খেলতে পারবে না ফিফা প্রীতি ম্যাচও।


আরও পড়ুন: শৃঙ্খলা ভঙ্গ করা নারী ফুটবলারদের ছুটিতে পাঠানোর সুপারিশ তদন্ত কমিটির


ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ‘পিএফএফ তাদের সংবিধানে বদল আনতে ব্যর্থ হয়েছে। ফিফার নির্দেশ মেনে চললে গণতান্ত্রিকভাবে সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন করা যেত। তাই পাকিস্তানকে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তান ফুটবল ফেডারেশনের কাজকর্মেও রাশ টানা হবে। ফিফা এবং এএফসির সংশোধিত সংবিধানের প্রস্তাব পিএফএফ কংগ্রেস মেনে নিলে শাস্তি প্রত্যাহার করা হবে।’


আরও পড়ুন: তারাগঞ্জে নারী ফুটবল ম্যাচ নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি


ফিফার শাস্তি নিয়ে ব্যাখ্যা দিয়েছে পিএফএফ। সংস্থার সাধারণ কমিটির চেয়ারম্যান হারুন মালিক বলেছেন, ‘আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মেলাতে পিএফএফের সংবিধানে কিছু পরিবর্তনের কথা বলেছিল ফিফা। কিন্তু পিএফএফের কংগ্রেসের অধিকাংশ সদস্যই ফিফার প্রস্তাবে রাজি নন।’

]]>
সম্পূর্ণ পড়ুন