পাকিস্তানকে আবারও একটা শিক্ষা দিল বাংলাদেশ: রমিজ রাজা

৩ সপ্তাহ আগে
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। দেশটির বিপক্ষে এই ফরম্যাটে এটিই টাইগারদের প্রথম সিরিজ জয়। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হাতছাড়া করে সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েছে সফরকারী দল। দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা বলেছেন, পাকিস্তানকে ব্যাটিং-বোলিং করা শিখিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে তাদেরকে হোয়াইটওয়াশ করারও সুবর্ণ সুযোগ এখন টাইগারদের সামনে। লিটনরা আগামীকাল জিতলেই হোয়াইটওয়াশের স্বাদ পাবে পাকিস্তান। 

 

সিরিজ হাতছাড়া করায় কড়া সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান দল। দেশটির সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলেন, কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে হয়, বাংলাদেশ সেটা পাকিস্তানকে শিখিয়েছে। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ ক কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের প্রশংসাও করেছেন রমিজ। 

 

আরও পড়ুন: জাকের আলীর ব্যাটিংয়ে মুগ্ধ রমিজ রাজা

 

এই সিরিজে ধারাভাষ্য দিতে রমিজ রাজা এখন ঢাকাতেই আছেন। তিনি বলেন, ‘ম্যাচ ও সিরিজ- দুইটাই পাকিস্তানের হাত থেকে ফসকে গেছে। বাংলাদেশের জন্য অনেক শুভেচ্ছা। তারা আবারও পাকিস্তানকে একটা শিক্ষা দিল। কীভাবে কঠিন উইকেটে আপনার ব্যাটিং-বোলিং করা উচিত, (সেটা শিখিয়েছে)।’ 

 

রমিজ রাজা আরও বলেন, ‘শেষের দিকে বাংলাদেশ কিছু ক্যাচ মিস করেছে। যদি ফাহিম আশরাফ আউট হা হতো, তাহলে পাকিস্তান ম্যাচটা জিততেও পারত। কিন্তু নিজেদের জন্য কাজটা তারা অনেক কঠিন করে ফেলেছিল। প্রথম ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ফেলা মানে ১৩৪ রানের লক্ষ্যকে দ্বিগুণ কঠিন করে ফেলা।’ 

 

আরও পড়ুন: বিপিএলে ঝড় তোলা পাকিস্তানি অলরাউন্ডারের মুখেও মিরপুরের উইকেটের সমালোচনা

 

তবে বাংলাদেশের বিপক্ষে বড় ধাক্কা খাওয়া পাকিস্তানকে ঘুরে দাঁড়ানোর মন্ত্রও জানিয়ে রাখলেন রমিজ রাজা। ‘দেখুন, এ ধরনের দল যখন আপনি খেলাবেন, তারা ব্যাটিং উইকেটে হয়তো কিছু করে দেখাতে পারবে। কিন্তু কঠিন উইকেটে আপনার দরকার কৌশলগত দিক থেকে ভালো মানের ব্যাটসম্যান। কয়েকজন অভিজ্ঞ বোলার আপনার প্রয়োজন। পাশাপাশি আজ (মঙ্গলবার-২২ জুলাই) একজন নিয়মিত স্পিনার কম ছিল। উইকেট নিতে হলে একাদশে এমন একজন স্পিনার দরকার।’ 

 

পাকিস্তানকে এখন হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন রমিজ রাজা। ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। মাঠে ভরপুর দর্শক ছিল, আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। সব মিলিয়ে বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স খুবই সন্তোষজনক ছিল। পাকিস্তানকে এখন হার থেকে শিক্ষা নিতে হবে এবং এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করতে হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন