পাকিস্তানকে আইএমএফ ঋণ দেয়ায় সমালোচনা কংগ্রেস নেতার

২ দিন আগে
পহেলগাম হামলার পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে (আইএমএফ) পাকিস্তানকে ঋণ দেয়ার ঘটনা ‘দুঃখজনক এবং হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের আইনপ্রণেতা গৌরব গগৈ।

লোকসভার বিরোধীদলীয় উপনেতা সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে দাবি করেছেন, ‘এই ঋণ কেবল রাজ্যের উপর সেনাবাহিনীর শাসনকে স্থায়ী করবে।’

 

আরও পড়ুন:শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মোদি

 

শুক্রবার গভীর রাতে, আইএমএফের নির্বাহী বোর্ড তার জলবায়ু স্থিতিস্থাপক তহবিলের অধীনে পাকিস্তানকে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের নতুন ঋণ অনুমোদন করে। 

 

এছাড়া পূর্ববর্তী বৃহত্তর ঋণ কর্মসূচির প্রথম সফল পর্যালোচনার পর প্রায় ১ বিলিয়ন ডলার নগদ ছাড় দিয়েছে।

 

কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের সম্পর্কের চরম অবনতি হয়েছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটিতে সামরিক হামলা চালিয়েছে নয়াদিল্লি। জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালানোর পর থেকে একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। 

 

আরও পড়ুন:পাকিস্তান ভারতের সীমান্তে সেনা মোতায়েন করে সংঘাত বাড়াচ্ছে: সরকার

 

সূত্র: আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন