লোকসভার বিরোধীদলীয় উপনেতা সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে দাবি করেছেন, ‘এই ঋণ কেবল রাজ্যের উপর সেনাবাহিনীর শাসনকে স্থায়ী করবে।’
আরও পড়ুন:শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মোদি
শুক্রবার গভীর রাতে, আইএমএফের নির্বাহী বোর্ড তার জলবায়ু স্থিতিস্থাপক তহবিলের অধীনে পাকিস্তানকে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের নতুন ঋণ অনুমোদন করে।
এছাড়া পূর্ববর্তী বৃহত্তর ঋণ কর্মসূচির প্রথম সফল পর্যালোচনার পর প্রায় ১ বিলিয়ন ডলার নগদ ছাড় দিয়েছে।
কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের সম্পর্কের চরম অবনতি হয়েছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটিতে সামরিক হামলা চালিয়েছে নয়াদিল্লি। জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালানোর পর থেকে একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন:পাকিস্তান ভারতের সীমান্তে সেনা মোতায়েন করে সংঘাত বাড়াচ্ছে: সরকার
সূত্র: আল জাজিরা
]]>