পাকিস্তান-সৌদি চুক্তিতে অন্য আরব দেশগুলোও আসতে পারবে?

৩ সপ্তাহ আগে
পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে অন্যান্য আরব দেশের প্রবেশের সম্ভাবনা উড়িয়ে দেয়া হয়নি বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ কথা বলেন আসিফ।

পাকিস্তান এবং সৌদি আরব একটি যুগান্তকারী পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে প্রবেশ করেছে, যার অধীনে একটি রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন উভয় দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) রিয়াদের আল-ইয়ামামাহ প্রাসাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষর করেন।

 

আরও পড়ুন:প্রতিরক্ষা চুক্তি / ভারত হামলা করলে সৌদি আরব কি পাকিস্তানের পাশে দাঁড়াবে?


এ বিষয়ে জিও নিউজের এক অনুষ্ঠানে আসিফকে প্রশ্ন করা হয়েছিল, আরও আরব দেশ এই চুক্তির অংশ হতে পারে কিনা সে বিষয়ে কথা বলতে গিয়ে আসিফ বলেন, ‘আমি এই মুহূর্তে এর উত্তর দিতে পারব না, তবে আমি অবশ্যই বলব যে দরজা বন্ধ নয়।

 

চুক্তিতে এমন কোনো ধারা ছিল না, যা অন্য কোনো দেশের প্রবেশকে বাতিল করে দেয় অথবা পাকিস্তান অন্য কারও সাথে একই ধরনের চুক্তি করতে না পারে। জানান তিনি। 


আসিফ বলেন, তিনি সবসময় ন্যাটোর মতো একই ধরনের একটি জোটের  আহ্বান জানিয়ে আসছেন, তিনি গত ৪০-৫০ বছরের এই অঞ্চলের ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন।


আসিফ আরও বলেন, ‘আমি মনে করি এখানকার দেশ এবং জনগণের, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর তাদের অঞ্চল, দেশ এবং জাতিকে একসাথে রক্ষা করা একটি মৌলিক অধিকার।’


চুক্তির অধীনে পাকিস্তানের পারমাণবিক সম্পদ অন্য কেউ ব্যবহার করতে পারবে কিনা জানতে চাইলে আসিফ বলেন, ‘আমাদের যা আছে, আমাদের ক্ষমতা, তা এই চুক্তির অধীনে অবশ্যই পাওয়া যাবে। কিন্তু আমি বলতে চাই, পাকিস্তান একটি পারমাণবিক রাষ্ট্র হওয়ার পর থেকে, কেউ কখনও আমাদের দায়িত্বশীল পারমাণবিক শক্তি হিসেবে অবস্থানকে চ্যালেঞ্জ করেনি।’

 

আরও পড়ুন:আফগান মাটি থেকে চালানো সন্ত্রাসবাদ সবচেয়ে বড় হুমকি: পাকিস্তান


সাক্ষাৎকারে আসিফ স্পষ্ট করে বলেন, এটি কোনো আক্রমণাত্মক চুক্তি নয় বরং ন্যাটোর মতো একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা।

 

সূত্র: ডন

]]>
সম্পূর্ণ পড়ুন