আগের সূচিতে ২১ মে আমিরাত সফর শেষে পাকিস্তান যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে যুদ্ধের কারণে এখন সব এলোমেলো। ১৭ মে থেকে শুরু হবে পিএসএলের স্থগিত ৮ ম্যাচ। ফাইনাল হবে ২৫ মে। পূর্বের সূচিতে সেদিন থেকে মাঠে গড়ানোর কথা ছিলো বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। তবে এখন সেটা আর সম্ভব হচ্ছে না।
পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন এবং বিসিবির সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরিবর্তিত সূচি পাঠিয়েছে পিসিবি। সেখানে ২ দিন পিছিয়ে ম্যাচ শুরু করার প্রস্তাব দেয়া হয়েছে ২৭ মে থেকে। ২৯ মে এবং ১, ৩ আর ৫ জুন হবে বাকি ম্যাচগুলো। বাংলাদেশ রাজি হলে পূর্বের দুই ভেন্যু ফয়সালাবাদ আর লাহোরেই হবে সব ম্যাচ। তবে প্রস্তুত রাখা হবে রাওয়ালপিন্ডিকেও।
এ প্রসঙ্গে পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক সানাউল্লাহ বলেন, 'পাকিস্তানের বর্তমান অবস্থা একেবারেই স্বাভাবিক। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএলের সূচিও চূড়ান্ত করেছে। আমরা সবাই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য অপেক্ষা করছি। একটা বিষয় বলতে পারি, এবার বাংলাদেশ যখন পাকিস্তান আসবে তাদের মনে হবে যেন তারা শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে। কারণ পাকিস্তানের জনগণ বাংলাদেশকে খুবই সম্মান করে। বাংলাদেশ ক্রিকেট দল যখন পাকিস্তানে নামবে তারা রাজকীয় সংবর্ধনা পাবে।'
তবে এই সিরিজ মাঠে গড়ানোর আগে অনেক উত্তর মেলাতে হবে। প্রথমটা ক্রিকেটারদের নিরাপত্তা, যেখানে বিন্দুমাত্র ছাড় দিতে চায় না বোর্ড। বাংলাদেশ দল পাকিস্তান যাবে কিনা সেই সিদ্ধান্ত বোর্ড সরকারের সঙ্গে আলোচনা করে নিতে চায়। ওয়ার সেটার জন্য অপেক্ষা করতে হতে পারে আরও দু-একদিন।
আরও পড়ুন: বিসিসিআইকে খুশি রাখতে পিএসএল আয়োজনের প্রস্তাব নাকচ আমিরাতের
বিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে নাহিদ রানা আর রিশাদের অনাপত্তিপত্র নিয়েও। তবে তাদের আবার পিএসএল খেলতে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
পাকিস্তান সিরিজের আগে ১৭ আর ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। যদি বাংলাদেশ দল পাকিস্তান যেতে রাজি হয় তবে দুবাইয়ে ২৪মে পর্যন্ত ক্যাম্প করবে লিটন দাসের দল।
]]>