পাকিস্তান ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। পহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নাগরিক নিহত হন। ভারত এর দায় চাপিয়ে মঙ্গলবার পাকিস্তানের ৯টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এতে শিশুসহ ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরপর রাওয়ালপিন্ডিতে স্টেডিয়ামের কাছে ড্রোন হামলাও করেছে ভারত। ফলে স্থগিত হয়ে গেছে পিএসএল।
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে ভারতও আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করেছে। এর মধ্যে আজ ভারতের বেশ কয়েকটি জায়গায় হামলা করেছে পাকিস্তান। দুই দেশের উত্তরোত্তর এই উত্তেজনায় বাংলাদেশের পাকিস্তান সফর অনিশ্চতায় পড়াই স্বাভাবিক। পাকিস্তান সিরিজের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়লেও বিসিবি সংযুক্ত আরব আমিরাতে সফর করার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে।
আরও পড়ুন: পাকিস্তান থেকে দেশে ফিরলেন রিশাদ-নাহিদ
আজ এক বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে, তারা আরব আমিরাতের বিপক্ষে ২টি টি-২০ খেলতে যাবে। ১৭ মে হবে প্রথম ম্যাচ, দ্বিতীয়টি ১৯ মে। এই সিরিজ নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় দল নির্ধারিত সময়সূচী অনুসারে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে।’
পাকিস্তান সিরিজের ক্ষেত্রে বিসিবি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তার ব্যাপারে অগ্রাধিকার দিচ্ছে। বলা হয়েছে, ‘পাকিস্তান সফর নিয়ে বিসিবি পিসিবির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের নিরাপত্তা এবং সুরক্ষা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। সফর সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে।’