দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তানের হয়ে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন সাইম। টি-টোয়েন্টি সিরিজে ৯৮ রানের একটি অপরাজিত ইনিংস খেলার পর ওয়ানডে সিরিজে হাঁকিয়েছিলেন দুটি সেঞ্চুরি। প্রথম টেস্টে অবশ্য ভালো করতে পারেননি। তবে আক্ষেপ ঘোচানোর সুযোগ ছিল দ্বিতীয় টেস্টে। কিন্তু অনাকাঙ্ক্ষিত চোট তাকে সে সুযোগ থেকে বঞ্চিত করেছে। শুধু প্রোটিয়া সিরিজ নয়, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
আরও পড়ুন: টাইগারদের অধিনায়কত্ব নিতে প্রস্তুত মিরাজ
গোড়ালিতে পাওয়া চোটের অস্ত্রোপচারের জন্য লন্ডনে যাবেন সাইম। উন্নত চিকিৎসার জন্য তাকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এই অস্ত্রোপচারের কারণে ছয় সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে পিসিবি।
এদিকে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের ঘরের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে সাইমের জন্য পুরোপুরি ফিট হয়ে উঠা বড় চ্যালেঞ্জিং। কারণ এ সময়ের মধ্যে শারীরিরকভাবে ফিট হলেও খেলার জন্য প্রস্তুতি নেয়ার পর্যাপ্ত সময় পাবেন না তিনি।
গত শুক্রবার ( ৩ জানুয়ারি) কেপ টাউন টেস্ট মাঠে গড়ানোর সপ্তম ওভারের মাথায় চোটে পড়েছিলেন সাইম। ৬.২ ওভারের সময় রিকেলটনের একটি চার ফেরাতে গিয়ে পড়ে গিয়ে গোড়ালিতে মোচড় খান তিনি। ওই পা তখন মাটিতেই ফেলতে পারছিলেন না। মাঠ ছাড়েন টিম চিকিৎসক ও সতীর্থদের কাঁধে ভর দিয়ে। সেদিন প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুতই তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার দুদিন পর পরীক্ষা-নিরীক্ষা শেষে পিসিবি নিশ্চিত করলো, অস্ত্রোপচার করাতে হবে সাইমের।
আরও পড়ুন: অকালে ঝরে গেল এক ক্রিকেটারের প্রাণ
]]>