পাকিস্তান ইরান থেকে খুব বেশি দূরে নয়, হুমকি সাবেক ইসরাইলি মন্ত্রীর

২ সপ্তাহ আগে
ইসরাইলের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী এবং লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরবি ও উর্দু ভাষায় পোস্ট করে এই হুমকি দেন তিনি।

বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

 

পোস্টে তিনি লেখেন, ‘ইরানে অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার চেষ্টা করতে পারি।’ তিনি আরও লেখেন, ‘পাকিস্তান ইরান থেকে খুব বেশি দূরে নয়। আপনার উপলব্ধিই যথেষ্ট।’

 

আরও পড়ুন: সর্বোচ্চ সতর্ক অবস্থানে পাকিস্তান, ইসরাইলকে কড়া হুঁশিয়ারি

 

বর্তমানে মেইর মাসরি ইসরাইলের সরকারি কোনো পদে না থাকলেও লেবার পার্টির জ্যেষ্ঠ সদস্য হিসেবে ইসরাইলের রাজনৈতিক ও কৌশলগত মহলে তার প্রভাব রয়েছে।

 

সাবেক এই মন্ত্রীর হুমকির পর সোশ্যাল মিডিয়া ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পাকিস্তানের পাশে দাঁড়িয়ে মেইর মাসরির মন্তব্যের নিন্দা জানান।

باكستان لا تبعد كثيراً عن إيران. وفهمكم كفاية.
پاکستان ایران سے زیادہ دور نہیں ہے۔ آپ کی سمجھ کافی ہے۔

— Meir Masri | מאיר מסרי (@MeirMasri) June 15, 2025

কেউ কেউ উল্লেখ করেছেন, এই ধরনের হুমকি পাকিস্তানের সংকল্প এবং জাতীয় ঐক্যকে শক্তিশালী করে। অন্যরা মাসরিকে পাকিস্তানের পারমাণবিক প্রতিরোধ এবং অতীতের কূটনৈতিক সংযমের কথা মনে করিয়ে দিয়েছেন।

 

এদিকে ইরানে পারমাণবিক বোমা ফেললে ইসরাইলেও পরমাণু হামলার হুমকি দেয়ার দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। যদিও ইসরাইল যেন পাকিস্তানের দিকে তাকানোর সাহসও না দেখায়- তেল আবিবের প্রতি এমন সতর্কবার্তা দিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

 

আরও পড়ুন: ইসরাইল-ইরান সংঘাত / ট্রাম্প ‘বলেন এক কথা, করেন আরেক কথা’

 

মঙ্গলবার (১৭ জুন) ম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, সিনেটের সংসদ নেতা এবং উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার জোর দিয়ে বলেছেন, পাকিস্তানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কেবল নিজ দেশের প্রতিরক্ষার জন্য।

 

ইসহাক দার বলেন, ইসরাইলে পারমাণবিক হামলার বিষয়ে একজন ইরানি জেনারেলের নামে যে খবর প্রচার করা হয়েছে তা ‘মিথ্যা’ এবং ‘ভুয়া তথ্যের’ ভিত্তিতে করা। 

]]>
সম্পূর্ণ পড়ুন