পাকিস্তান-আরব আমিরাত ম্যাচে রেফারি হিসেবে পাইক্রফটই থাকছেন

৩ সপ্তাহ আগে
অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে কত কিছু হয়ে গেল! গত ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের ম্যাচে ওই যে হ্যান্ডশেক বির্তক, সেই ম্যাচে এই জিম্বাবুইয়ানই ছিলেন রেফারির দায়িত্বে। তিনিই পাকিস্তানের অধিনায়ক সালমান আগাকে সূর্যকুমার যাদবের সঙ্গে হ্যান্ডশেক করতে মানা করেছিলেন।

টসের সময় তো করেইনি, সূর্যকুমার দলবদল নিয়ে ম্যাচ জেতার পরও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। যা স্পষ্টতই খেলাটির চেতনার পরিপন্থী। এই ঘটনার প্রতিবাদে পাকিস্তান এশিয়া কাপের প্যানেল থেকে পাইক্রফটের অপসারণ দাবি করে। দাবি জানিয়ে আইসিসিকে দুবার চিঠি পাঠায় তারা।


প্রথমবার দাবি প্রত্যাখ্যান করার পর আইসিসি দ্বিতীয়বারও একই কাজ করল। ক্রিকবাজের খবর, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পিসিবিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে পাইক্রফটকে অপসারণ করা সম্ভব নয়। আইসিসির কর্মকর্তারা পাইক্রফটের কোনো দোষ দেখছেন না। বরং তিনি হ্যান্ডশেক করতে মানা করে অপ্রত্যাশিত ঘটনা এড়ানোয় সহায়তা করেছেন বলে দাবি তাদের। হ্যান্ডশেক বিতর্ক ইস্যুতে তদন্তের পর আইসিসি এই সিদ্ধান্তে পৌঁছেছে।


আরও পড়ুন: বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ রাসেল আর্নল্ড


এই সিদ্ধান্ত সামনে আসার আগে গুঞ্জন ছিল যে পাইক্রফটকে অপসারণ না করলে পাকিস্তান আরব আমিরাত ম্যাচকে সামনে রেখে টুর্নামেন্ট বয়কট করতে পারে। দলটির ক্রিকেটাররা দীর্ঘক্ষণ হোটেলেই ছিলেন। ঘোলাটে পরিস্থিতির কারণে ম্যাচ পিছিয়ে যায় এক ঘণ্টা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটা বাংলাদেশ সময় সাড়ে ৯টায় শুরু হচ্ছে।


দেরি করলেও পাকিস্তানের ক্রিকেটাররা অবশেষে দুবাই স্টেডিয়ামে পৌঁছেছেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পৌঁছেছিলেন আরব আমিরাতের ক্রিকেটাররা। এই ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে তারা। টস করতে আসেন পাইক্রফট।

]]>
সম্পূর্ণ পড়ুন