পাকিস্তান আত্মরক্ষার অধিকার রাখে: রুবিওকে শেহবাজ

১৫ ঘন্টা আগে
পাকিস্তান আত্মরক্ষার অধিকার রাখে বলে পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৃহস্পতিবার (৮ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শেহবাজকে ফোন করলে তিনি এমন কথা জানান।

 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

 

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী শেহবাজ পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। জোর দিয়ে বলেছেন যে পাকিস্তান জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার জন্য পদক্ষেপ নেয়ার অধিকার রাখে। তিনি দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্বেগেরও প্রশংসা করেছেন।’

 

আরও পড়ুন:ভারত যদি হামলা বন্ধ করে, আমরাও করব: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী


বিবৃতি অনুসারে, প্রধানমন্ত্রী শেহবাজ ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। যার ফলে পাকিস্তানে ৩১ জন প্রাণ হারিয়েছেন এবং ৫৭ জন আহত হয়েছেন, পাশাপাশি বেসামরিক অবকাঠামোর ক্ষতি হয়েছে।


প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ভারতের আক্রমণ পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। একই সাথে দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে।


বিবৃতি অনুসারে, সেক্রেটারি রুবিও উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কারণ তারা শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। 

 

তিনি পরিস্থিতি শান্ত করার জন্য পাকিস্তান এবং ভারত উভয়ের সঙ্গেই ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

 

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহতের পর ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ে। বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানের অন্তত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত। এরপর পাকিস্তানও পাল্টা হামলা করে।

 

আরও পড়ুন:ভারতীয় সাইবার আক্রমণ বানচাল করা হয়েছে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

 

সূত্র: ডন 

]]>
সম্পূর্ণ পড়ুন