‘পাওয়ারম্যান মালয়েশিয়া’ প্রতিযোগিতায় সিলেটের তাবাসসুমের সাফল্য

২ সপ্তাহ আগে
‘পাওয়ারম্যান মালয়েশিয়া’ প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়ে সাফল্য পেয়েছেন বাংলাদেশি মেয়ে তাবাসসুম ফেরদৌস। ক্লাসিক ক্যাটাগরিতে ৩ ঘণ্টা ৫৬ মিনিট ৫২ সেকেন্ড সময় নিয়ে শক্তিশালী ফিনিশার হিসেবে প্রতিযোগিতা শেষ করেন তিনি।

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় গত ২০ থেকে ২২ জুন ‘পাওয়ারম্যান মালয়েশিয়া’র ২০তম আসর অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে এবার ৩১ জন অংশ নেন।


মাইলের পর মাইল দৌড় ও সাইক্লিংয়ের মতো রোমাঞ্চকর কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠিত ডুয়াথলনটির নাম ‘পাওয়ারম্যান’। এতে দুটি শাখা—ক্ল্যাসিক ও শর্ট। ক্ল্যাসিক শাখায় ১০ কিলোমিটার দৌড়, ৬০ কিলোমিটার সাইক্লিংয়ের পর আবার ১০ কিলোমিটার দৌড়াতে হয়। এটি সম্পন্ন করার নির্ধারিত সময় সাড়ে পাঁচ ঘণ্টা। শর্ট শাখায় ৫ কিলোমিটার দৌড়, ৩০ কিলোমিটার সাইক্লিং ও ৫ কিলোমিটার দৌড়াতে হয়। এটি সম্পন্ন করার নির্ধারিত সময় সাড়ে চার ঘণ্টা।
 

তাবাসসুম ফেরদৌসের অন্যান্য অর্জনের মধ্যে রয়েছে বাংলাদেশি নারী অ্যাথলেটদের মধ্যে প্রথম স্থান, বাংলাদেশের ২৪ জন (নারী-পুরুষ মিলিয়ে) প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান, ১৮-৩৯ বছর বয়স ক্যাটাগরিতে ৩৩ জনের মধ্যে ১৩তম স্থান, মোট ৬১ জন নারী প্রতিযোগীর মধ্যে ২৩তম স্থান।
 

আরও পড়ুন: মালয়েশিয়ার শিক্ষাঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য
 

তাবাসসুম মূলত একজন সাইক্লিস্ট। ২০২৪ সালের শেষের দিকে তিনি দৌড়ানোর জগতে প্রবেশ করেন এবং এই ডুয়াথলন তার জীবনের প্রথম। জন্ম ও পড়ালেখা সিলেটে। বর্তমানে তিনি সিলেট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ল্যাবরেটরি মেডিসিন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।


চলতি বছরের শুরুতে তাবাসসুম চট্টগ্রামের ‘টিম এএনএফ রেইসার্স’-এর সঙ্গে যুক্ত হয়ে সাইক্লিং রেসের প্রস্তুতি নিয়েছেন।


তাবাসসুম বলেন, ‘আমার কোচ গোলাম রাহাত তোফায়েল ভাইয়ের অনুপ্রেরণা আর গাইডলাইন ছাড়া এই পথে আসা সম্ভব হতো না। তার দেয়া ফুড নিউট্রিশনের নিয়ম, ট্রেনিং টিপস আমার শক্তির মূল উৎস।’

]]>
সম্পূর্ণ পড়ুন