পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার ব্যবসায়ী

২ সপ্তাহ আগে
পিরোজপুর শহরের সিও অফিস এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে এক ব্যবসায়ী হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত ওই ব্যবসায়ী মো. মন্টু হাওলাদার বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিষয়ে আহত মন্টুর স্ত্রী শাহিনুর বেগম সোমবার (৭ জুলাই) পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, শহরের দক্ষিণ শিকারপুর মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মন্টু হাওলাদার সিও অফিস এলাকায় একটি স্টিল ফার্নিচারের দোকান পরিচালনা করেন। স্থানীয় কাদের গাজীর কাছে মন্টুর ৫ হাজার টাকা পাওনা রয়েছে। দীর্ঘ সময় ধরে টালবাহানা করায় রোববার (৬ জুলাই) রাত ৮টার দিকে পিরোজপুর পৌরসভার পাশে কাদেরের কাছে টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাদের উত্তেজিত হয়ে মন্টুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।


পরে মন্টু নিজ দোকানে ফিরে গেলে কিছু সময় পর কাদেরের ছেলে সাজ্জাদ হাসান জুয়েল গাজী, তার ভাই জুবায়ের ও জিহাদসহ আরও ২–৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি মন্টুর ওপর অতর্কিত হামলা চালায়। তারা মন্টুকে কিল-ঘুষি, লাঠি ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এছাড়াও অভিযুক্তরা মন্টুকে প্রকাশ্যে কান ধরে উঠবস করায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


আরও পড়ুন: নরসিংদীর আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।


তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কাদের গাজীর ছেলে জুয়েল দাবি করেন, ‘আমার বাবার সঙ্গে মন্টুর একটু ঝামেলা হয়েছিল। বিষয়টি ওইদিনই মিটমাট হয়ে গেছে।’


এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর সদর থানার পরিদর্শক মো. তরিকুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন