বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
সাইফুল ইসলাম বুড়ো পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মাছপাড়া ইউনিয়ন পরিষদে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলন।
রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন সাইফুল ইসলাম বুড়ো।
আরও পড়ুন: রাজবাড়ীতে মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাইফুল ইসলাম বুড়ো। পাংশা থানার রিকুইজিশনের (গ্রেফতারের জন্য অনুরোধ) ভিত্তিতে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। বর্তমানে তিনি রাজবাড়ী সদর থানার হেফাজতে রয়েছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘পাংশা থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ওই থানার অনুরোধে রাজবাড়ী শহর এলাকা থেকে সাইফুল ইসলাম বুড়োকে গ্রেফতার করা হয়েছে।’
আরও পড়ুন: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক যেন মরণ ফাঁদ!
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, ‘সাইফুল ইসলাম বুড়োর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
]]>