পাঁচটি বড় পুরস্কার জেতার পর ‘পুষ্পা ৩’র সুখবর দিলেন পরিচালক

৩ সপ্তাহ আগে
সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে 'পুষ্পা ২: দ্য রুল' জিতেছে একসঙ্গে পাঁচটি পুরস্কার। পুরস্কার হাতে নিয়ে সে মঞ্চেই এ সিনেমার পরিচালক সুকুমার ভক্তদের জানান খুব শিগগিরই তারা নির্মাণ করছেন ‘পুষ্পা ৩’।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) দুবাইয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস (এসআইআইএমএ)। এ অনুষ্ঠানে 'পুষ্পা ২: দ্য রুল' টিমের পুরো সদস্য উপস্থিত ছিলেন।

 

পরিচালক সুকুমার, অভিনেতা আল্লু অর্জুন, অভিনেত্রী রাশমিকা মান্দানা, সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ এবং প্রযোজক নবীন ইয়ারনেনি এ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন।

 

তখন অনুষ্ঠানের সঞ্চালক ‘পুষ্পা ৩’ হবে কিনা জানতে চান পরিচালকের কাছে। তখন পরিচালক সুকুমার প্রযোজকের দিকে তাকান। প্রযোজক সম্মতি দিলেই সুকুমার বলেন,

পুষ্পার তৃতীয় সিক্যুয়াল 'পুষ্পা ৩: দ্য র‍্যাম্পেজ' অবশ্যই তৈরি করা হবে।

 

আরও পড়ুন: বাড়ি ছেড়েছেন স্বামী, প্রেমিকের সঙ্গে থাকছেন শিল্পা!

 

প্রসঙ্গত, এসআইআইএমএ অনুষ্ঠানে ‘পুষ্পা টু’র জন্য আল্লু অর্জুন সেরা অভিনেতা, রাশমিকা মান্দানা সেরা অভিনেত্রী, সুকুমার সেরা পরিচালক, দেবী সেরা সঙ্গীত পরিচালক এবং পিলিং গানের জন্য শঙ্করবাবু সেরা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার পান।

 

আরও পড়ুন: মেয়ের জন্য কেমন সিনেমায় অভিনয় করতে চান আলিয়া?

]]>
সম্পূর্ণ পড়ুন