পাঁচ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

৪ সপ্তাহ আগে
নেদারল্যান্ডস সিরিজটাকে পুরোপুরিভাবে প্রস্তুতির অংশ হিসেবেই নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাঁচটি পরিবর্তন নিয়ে নেমেছিল তারা, দ্বিতীয় ম্যাচে সংখ্যাটি ২। তৃতীয় ম্যাচেও পরিবর্তন এসেছে।

৩ ম্যাচের সিরিজটি এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে। নির্ভার বাংলাদেশ এশিয়া কাপের আগে অন্যদের পরীক্ষা করার জন্য আবার পাঁচ পরিবর্তন নিয়ে নামল।


এই ম্যাচে নেই দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। শেখ মেহেদী, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকেও একাদশের বাইরে রাখা হয়েছে। তাদের বদলে দলে ঢুকেছেন নুরুল হাসান সোহান, শামিম পাটোয়ারি, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব।


আরও পড়ুন: তানজিদের ৮ ধাপ উন্নতি, হৃদয় ও শান্তদের অবনতি


বাংলাদেশ একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামিম পাটোয়ারি, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তানজিম হাসান সকিব।


নেদারল্যান্ডস একাদশ

ম্যাক্স ও’দাউদ, ভিক্রমজিৎ সিং, তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষ), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোস, টিম প্রিঙ্গল, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল মিকিরান ও ডানিয়েল দোরাম।

]]>
সম্পূর্ণ পড়ুন