পাঁচ দিন পর স্বজনদের বুঝিয়ে দেয়া হলো ১৬ মরদেহ

৪ সপ্তাহ আগে
অবশেষে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে হস্তান্তর করা হয়েছে রাজধানীর মিরপুরে রাসায়নিক গুদামে আগুনে প্রাণ হারানো ১৬ জনের মরদেহ।

রোববার (১৯ অক্টোবর) রাতে ডিএনএ পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে মরদেহ শনাক্তকরণ প্রক্রিয়া শেষ করে পুলিশ। 

 

চোখে শুকিয়ে যাওয়া কান্না আর বুকে আর্তনাদ চেপে সন্ধ্যার পর থেকে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে ভিড় করেন মিরপুরের আগুনে নিহতদের স্বজনরা। অবশেষে ঘটনার পাঁচ দিন পর বুঝে পেলেন প্রিয়জনের দেহাবশেষ।

 

একেক করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় ১৬টি মরদেহ। এ সময় মরদেহ দাফনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভুক্তভোগীদের স্বজনদের দেয়া হয় ২৫ হাজার টাকা।

 

এদিকে, মেয়ের স্বামীর মরদেহ পাওয়ার পর এখনও মেয়ের মরদেহ পাননি বলে দাবি করেন এক ভুক্তভোগীর বাবা। মরদেহ বুঝে নিতে বিকেলে ফোন করা হয়। তবে মর্গে এসে মেয়েকে পাননি বলে দাবি তার।

 

আরও পড়ুন: কিশোরগঞ্জে নদীতে নিখোঁজ সেই জেলের মরদেহ উদ্ধার

 

হস্তান্তর প্রক্রিয়া শেষে খোঁজ না পাওয়া মরদেহের ব্যাপারে পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আশা থাকছে।

 

রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, 

আমাদের কাছে থাকা ১৬টি মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। কারখানায় এখনও উদ্ধার অভিযান চলমান আছে। সেখান থেকে কোনো মরদেহ উদ্ধার করা গেলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে হস্তান্তর করতে পারবো।  

 

আরও পড়ুন: পদ্মায় শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

 

এর আগে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে ১৬ জনের পরিচয় শনাক্ত করা হয়। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে মিরপুরের শিয়ালবাড়ির শাহ আলম রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের সময় বের হওয়ার পথ না থাকায় প্রাণ হারান ১৬ জন।

]]>
সম্পূর্ণ পড়ুন