পাঁচ ওয়াক্ত নামাজের পর পড়ার দোয়া

২ সপ্তাহ আগে
দোয়া ইবাদতের মূল। দোয়া ছাড়া ইবাদত অস্পূর্ণ থাকে। যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল সা. আমাদের দোয়া শিখিয়েছেন। এমনকি ছোট থেকে ছোট বিষয়েরও দোয়া শিখিয়েছেন।

নামাজ শেষে নবীজি নিজেও কিছু দোয়া পড়তেন, সাহাবাদেরও কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। এমনি কিছু দোয়া যেগুলো ফরজ নামাজের পর পড়তে পারেন।

 

সালাত শেষে পাঠের দোয়া

 

اَللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ উচ্চারণ: আল্লাহুম্মা আংতাস্‌ সালামু ওয়া মিন্‌কাস্ সালাম, তাবারক্‌তা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ: হে আল্লাহ! আপনিই শান্তিদাতা এবং আপনার থেকেই কেবল শান্তি কামনা করি। হে আল্লাহ্‌! আপনি বরকতময়, মহিমাময় ও সম্মানিত।

 

আরও পড়ুন: মোহরের সর্বনিম্ন পরিমাণ কত টাকা?


পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর পড়ার দোয়াসমূহ

 

১. নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তিনবার ইস্তেগফার করতেন, তারপর এই দোয়া ১ বার পাঠ করতেন।

 

اَللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ (মুসনাদে আহমাদ ২২৩৬৫/ মুসলিম হাদীস নং-৫৯১) (মুসনাদে আহমাদ ২২৪১৯/ মুসলিম ১৩৬৩)

 

২. تسبيح فاطمى (তাসবিহে ফাতেমি) অর্থাৎ ৩৩ বার, سُبْحَانَ اللهْ (সুবহানাল্লাহ) ৩৩ বার اَلْحَمْدُ لِلَّهْ (আলহামদুলিল্লাহ) ৩৪ বার اَللهُ اَكْبَرْ (আল্লাহু আকবর) (মুসলিম হাদিস ৫৯৫)‎

 

৩. ১ বার اية الكرسى (আয়াতুল কুরসি)

 

রসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: যে ব্যক্তি প্রত্যেক নামাযের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত কোন কিছু তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না। (সুনানে কুবরা নাসাঈ ৯৯২৮/ ইবনুস্ সুন্নী ১২৩)

]]>
সম্পূর্ণ পড়ুন