পশ্চিমের যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে দেশের বন্দর ইজারার অভিযোগ

১ সপ্তাহে আগে
বিদেশি শক্তির কাছে বন্দর ইজারা এবং আরাকানে করিডোর দেয়ার নামে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধক্ষেত্রে পরিণত করার তৎপরতা চলছে বলে অভিযোগ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বন্দর ইজারার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করে দলটির নেতাকর্মীরা। ঢাকা মহানগর কমিটির উদ্যোগে মিছিলটি গুলিস্তান থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

 

সংগঠনের নগর কমিটির সভাপতি আক্তারুজ্জামান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনডিএফ’র সভাপতি ব্রি. জে. (অব.) এম জাহাঙ্গীর হোসেন ও সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির।

 

এছাড়াও মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, গণতান্ত্রিক মহিলা সমিতি, জাতীয় ছাত্রদল, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশন এবং সিএনজি চালক সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।  

 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, লালদিয়া টার্মিনাল এবং পানগাঁও বন্দর পরিচালনা ও নির্মাণের চুক্তি সাম্রাজ্যবাদী স্বার্থে সম্পন্ন হওয়ায় জাতীয় স্বার্থবিরোধী এই চুক্তি অবিলম্বে প্রত্যাহার কতে হবে।

 

আরও পড়ুন: পানগাঁও টার্মিনাল পরিচালনায় সুইস কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি

 

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের জনগণকে চুক্তির শর্তাবলী না জানিয়ে গোপনে জাতীয় স্বার্থ বিকিয়ে দেয়া হয়েছে। শেখ হাসিনার বিচারের রায় ও ধানমন্ডিতে বুলডোজার দিয়ে ভাঙচুরের পরিস্থিতি সৃষ্টি করে জনগণের মনোযোগ আটকে রেখে ষড়যন্ত্রমূলক তৎপরতায় এই চুক্তি সম্পন্ন করা হয়। এছাড়াও নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়া ও আরাকানের সাথে করিডর প্রদানের তৎপরতা সরকার চালিয়ে যাচ্ছে।

 

পাশ্চাত্যের যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে বিদেশি কোম্পানির হাতে বন্দর ইজারা দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন নেতাকর্মীরা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন