পশ্চিমারা এখন ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য কাকুতি-মিনতি করছে, তাও কোনো শর্ত ছাড়াই

২ সপ্তাহ আগে
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন, পশ্চিমা বিশ্ব এখন ইউক্রেনে কোনো শর্ত ছাড়াই একটি যুদ্ধবিরতির জন্য অনুনয়-বিনয় করছে। অথচ কয়েক বছর আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছিলেন।

‘প্রিমাকভ রিডিংস’ নামে আন্তর্জাতিক এক গবেষক সম্মেলনে ল্যাভরভ বলেন, “কীভাবে সবকিছু শুরু হয়েছিল সেটা মনে করে দেখুন। বলা হচ্ছিল, রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে কৌশলগতভাবে পরাজিত করতে হবে। তারা চিৎকার করছিল, উন্মত্ত হয়ে যাচ্ছিল। এরপর ধীরে ধীরে তাদের ভাষা বদলাতে থাকে; তারা জোর দিয়ে বলতে থাকে, ইউক্রেনে রাশিয়াকে জিততে দেওয়া যাবে না। আর এখন, তারা যুদ্ধবিরতির জন্য কাকুতি-মিনতি করছে— তাও আবার কোনো শর্ত ছাড়াই। অথচ এই প্রস্তাবটাই জেলেনস্কি কয়েক বছর আগে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলেন। তখন তিনি সম্পূর্ণ উল্টো কথা বলতেন, রাশিয়ার বিরুদ্ধে কৌশলগত বিজয়ের কথা বলতেন।”


পশ্চিমাদের কৌশল ও পরিকল্পনার ব্যর্থতা এখন স্পষ্ট, তবু ইউরোপ এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে।


রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন সংকট সমাধানে শুরু থেকেই রাশিয়া একটি স্থির ও সুসংহত অবস্থান বজায় রেখেছে। কিন্তু পশ্চিমারা সেটা করতে পারেনি।


‌‘‘সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের আলোচনায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নীতিগুলো বিস্তারিতভাবে পুনর্ব্যক্ত করেছেন। এর বিপরীতে, পশ্চিমা নেতাদের কৌশল বারবার বদলাচ্ছে, যা তাদের ব্যর্থতাকেই স্পষ্ট করে।।’’, বলেন ল্যাভরভ।

 

আরও পড়ুন: ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন চান না ট্রাম্প


রুশ রাষ্ট্রনায়ক ও কূটনীতিক ইয়েভগেনি প্রিমাকভের স্মরণে আয়োজিত হয় ‘প্রিমাকভ রিডিংস’ সম্মেলন। ২০১৫ সাল থেকে প্রতিবছর এটি আয়োজিত হয়ে আসছে। এই ফোরামে বৈশ্বিক সম্পর্কের ভবিষ্যৎ, আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ এবং বিশ্ব রাজনীতিতে বিভিন্ন শক্তির মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা হয়।

 

আরও পড়ুন: মধ্যরাতে রাশিয়ার ব্যাপক হামলা, শিশুসহ নিহত ৩

]]>
সম্পূর্ণ পড়ুন