পশ্চিম তীর-জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় ২ ইসরাইলি নিহত

৩ সপ্তাহ আগে
পশ্চিমতীরে গুলিবর্ষণের ঘটনায় ২ ইসরাইলি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইসরাইলি-অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডানের মধ্যবর্তী অ্যালেনবি ক্রসিংয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলি-অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডানের মধ্যবর্তী অ্যালেনবি ক্রসিংয়ে তারা গুলিবর্ষণের খবর পেয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

 

নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের খোঁজে এলাকাটি তল্লাশি করছে বলেও জানা গেছে।

 

আরও পড়ুন:দোহা হামলার পর বেঁচে যাওয়া হামাসের শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎকার, কী বললেন?


কয়েকটি হিব্রু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হামলাকারী জর্ডান থেকে গাজা উপত্যকায় বহনকারী একটি ত্রাণ ট্রাকে করে এসেছিল। 

 

চ্যানেল ১২ জানায়, উপত্যকায় মানবিক সাহায্য স্থানান্তরের সাথে হামলাকারীর সংশ্লিষ্টতা আছে এবং তার কাছে ইসরাইলি অনুমতি ছিল।

 

প্রতিবেদন অনুসারে, দুই ইসরাইলিকে গুলি করার পর, ইসরাইলি বাহিনী পাল্টা গুলি চালায় এবং হামলাকারীকে হত্যা করে।


২০২৪ সালের সেপ্টেম্বরে, জর্ডানের একজন বন্দুকধারী অ্যালেনবি ক্রসিংয়ে তিনজন ইসরাইলি বেসামরিক নাগরিককে হত্যা বলে প্রতিবেদনে বলা হয়। 

 

এদিকে, দ্য টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়, প্রাথমিক তদন্ত অনুসারে, গাজা উপত্যকায় মানবিক ত্রাণ বহনকারী একটি ট্রাক চালাচ্ছিল হামলাকারী। ইসরাইলি কর্তৃপক্ষ ট্রাকটি পরিদর্শন করার আগেই ক্রসিংয়ে থাকা লোকজনের উপর একটি হ্যান্ডগান দিয়ে গুলি চালায় সে।

 

এরপর আক্রমণকারী ট্রাক থেকে নেমে আসে। তার বন্দুকটি জ্যাম হয়ে যাওয়ার পর, সে দুইজনকে ছুরিকাঘাত করতে শুরু করে। ঘটনাস্থলে মারা যান দুই জন। 


ক্রসিংয়ে থাকা নিরাপত্তারক্ষীরা আক্রমণকারীর উপর গুলি চালানোর পর হামলাকারী নিহত হয়।

 

আরও পড়ুন:গাজায় ইসরাইলের তীব্র হামলার মধ্যে নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়ালো

 

]]>
সম্পূর্ণ পড়ুন