পল্লবীতে শাকিল হত্যার রহস্য উন্মোচন

৩ সপ্তাহ আগে
রাজধানীর পল্লবীতে মো. শাকিল (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার সঙ্গে জড়িত সোমনাথ বিশ্বাস (৩৮) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার হওয়া এ আসামি। এর আগে বুধবার (৮ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানা এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার সোমনাথ বিশ্বাস ঠাকুরদাস বিশ্বাসের ছেলে। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। তিনি রাজধানীর উত্তরায় থাকতেন।

 

আরও পড়ুন: এক ডজন মামলার আসামি জেনেভা ক্যাম্পের সেই চুয়া সেলিম গ্রেফতার

 

পিবিআই থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় পল্লবী থানা এলাকায় একটি ভবনের নিচ তলায় ভুক্তভোগী মো. শাকিল ও তার বন্ধু মো. ফিরোজকে চোর সন্দেহে আটক করে সোমনাথ বিশ্বাসসহ অন্যান্য আসামিরা। সেখানে ভুক্তভোগীদের হাত ও পা রশি দিয়ে বেধে এলোপাথাড়ি মারধর করে আসামিরা স্থান ত্যাগ করেন। পরে ভুক্তভোগীদের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মো. শাকিলকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: রাজবাড়ীতে ৩ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

 

এ ঘটনায় নিহতের ভাই মো. ইয়াসিন বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন আসামি করে বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পল্লবী থানা পুলিশের কাছে তদন্তাধীন থাকাবস্থায় তদন্তভার পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে পিবিআইয়ের কাছে দেয়া হয়। পিবিআই তদন্ত করে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সোমনাথ বিশ্বাসকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনার বিস্তারিত জানা গেছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন