বুধবার (১৬ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
বিবৃতিতে নেতারা বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন ও নিরাপদ রাখা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। পলিটেকনিক শিক্ষার্থীদের উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দ্রুত ও যৌক্তিক সমাধান করে শিক্ষার্থীদের পুনরায় অধ্যয়নে মনোনিবেশ করার উদ্যোগ নেয়া জরুরি।’
আরও পড়ুন: সারা দেশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ছাত্রশিবিরের
তারা বলেন, ‘বাংলাদেশ প্রায় ৪ লক্ষ শিক্ষার্থী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়ন করে। এদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলে দেশ গঠনের কাজে লাগানো সরকারের অন্যতম কর্তব্য। তাই শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো গভীর পর্যালোচনা মাধ্যমে সময়োপযোগী ও বাস্তবধর্মী সমাধান নিশ্চিত করে কর্তৃপক্ষকে দায়িত্বশীলতার পরিচয় দেয়ার আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন: বাঘায় বিএনপি-ছাত্রশিবিরের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ
নেতারা পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, ‘বিগত জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ জাতীয় সংকট নিরসনে পলিটেকনিক শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তাদের ওপর হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
]]>