নরসিংদীতে ৫ লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ

১৯ ঘন্টা আগে
নরসিংদীর মনোহরদীর ব্রহ্মপুত্র নদ থেকে ৩টি স্তূপে প্রায় ৫ লাখ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বিকেলে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএ মুহাইমিন আল জিহানের নেতৃত্বে দৌলতপুর ইউনিয়নের হরিনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে এসব বালু জব্দ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও মনোহরদী পুলিশ।


আরও পড়ুন: ফেনীতে সোয়া ৩ কোটি টাকার অবৈধ বালু জব্দ


মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া জানান, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থান থেকে সম্প্রতি অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে একটি চক্র। এতে অনেক জায়গা ক্ষতিগ্রস্ত ও জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। পাশাপাশি সরকারি সম্পত্তির ক্ষতি হচ্ছে।


তিনি আরও বলেন, বালু জব্দ করে নিলামের জন্য লাল পতাকা টাঙানো হয়েছে। জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। পরিবেশ বিপন্নকারী সব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন