পর্যবেক্ষক নিবন্ধন আবেদন যাচাইয়ে কমিটি গঠন ইসির

৩ সপ্তাহ আগে
পর্যবেক্ষণ নিবন্ধন পেতে আগ্রহী সংস্থাগুলোর আবেদন যাচাই করতে ১০ সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৩ আগস্ট) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

 

কমিটির আহ্বায়ক হয়েছেন ইসির আইন শাখার যুগ্ম সচিব ফারুখ আহমেদ। সদস্য সচিব করা হয়েছে জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হককে।

 

এই কমিটির অন্য সদস্যরা হলেন- জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম, লাইব্রেরিয়ান নাছিমা আক্তার, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা, সহকারী সচিব জেবুন নাহার ও মাহবুব রোমান চৌধুরী, সহকারী প্রোগ্রামার আবু নাসের মো. মানছুর হেল্লাজ, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন ও সহকারী সচিব মো. আশরাফুল আলম।

 

কমিটি প্রাপ্ত আবেদন যাচাই বাছাইয়ের জন্য পর্যবেক্ষক নীতিমালা ২০২৫, বিজ্ঞাপনের শর্তাবলি ও সংশ্লিষ্ট আইনের আলোকে চেকলিস্ট অনুযায়ী আবেদন এবং এর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট দলিলাদি যাচাই-বাছাই করবে। বাছাই শেষে পাঁচ কার্যদিবসের মধ্যে তালিকা প্রকাশ করবে বলে চিঠিতে জানানো হয়।

 

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে রেকর্ড আবেদন

 

এবার নিবন্ধনের জন্য দেশি পর্যবেক্ষক সংস্থার নির্ধারিত সময়সীমার (১০ আগস্ট) মধ্যে প্রাপ্ত আবেদন ৩১৮টি এবং নির্ধারিত সময়ের পরের আবেদন ১৩টি।

]]>
সম্পূর্ণ পড়ুন