শুক্রবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।
বিবৃতিতে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) নিয়মিত পর্যবেক্ষণ ও এনফোর্সমেন্ট বিভাগ তল্লাশি চালিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ১৩৯ জন বিদেশির কাগজপত্র জব্দ করে। এরমধ্যে ৯৫ জন বাংলাদেশির কাগজপত্র যাচাই বাছাইয়ের পর ধারণা করা হচ্ছে দেশটিতে প্রবেশের শর্ত পূরণ না করে অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন তারা।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি পাসপোর্ট সেবা
একেপিএস আরও জানায়, মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের প্রবেশের নিয়ন্ত্রণ সর্বদা জোরদার নিশ্চিত করার জন্য এবং অবৈধভাবে কাজের উদ্দেশ্যে পর্যটন ভিসার অপব্যবহার রোধ করার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে বিভাগটি।
]]>