পর্যটন খাতে এত কিছু থেকেও কেন পিছিয়ে বাংলাদেশ?

৫ দিন আগে
বাংলাদেশজুড়ে ছড়িয়ে আছে পাহাড়, নদী, সমুদ্র আর শত শত বছরের ইতিহাস। তবুও কেন এই দেশ হয়ে উঠতে পারছে না বিদেশি পর্যটকদের পছন্দের গন্তব্য? পর্যটন বিশ্লেষকরা বলছেন, অবকাঠামোগত দুর্বলতা, আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের অভাব, নিরাপত্তা সংকটসহ নানা কারণে বিদেশি পর্যটকদের কাছে অনেকটাই অচেনা এ দেশ।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশে রয়েছে কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য্য আর রয়েল বেঙ্গল টাইগার, সবুজ পাহাড়ের সৌন্দর্যমণ্ডিত রাঙামাটি, বান্দরবান, সিলেট আর দেশজুড়ে অসংখ্য প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। তবুও বিশ্ব পর্যটন খাতে এখনো পিছিয়ে বাংলাদেশ।

 

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর পার্শ্ববর্তী দেশ ভারতে এক কোটির ওপরে পর্যটক আসলেও বাংলাদেশে এ সংখ্যা ৫ লাখের নিচে। গত বছরের এক জরিপ অনুযায়ী যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। আর থাইল্যান্ডে প্রতি বছর পর্যটক আসে ৪ কোটি।

 

এদিকে এশীয় উন্নয়ন ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, দেশে গত এক বছরে বিদেশি পর্যটক থেকে আয় কমেছে এক কোটি ৩০ লাখ ডলার। ২০২৩ সালে বিদেশি পর্যটকদের কাছে আয় ৪৫ কোটি ৩০ লাখ ডলার, ২০২৪ সালে ৪৪ কোটি ডলার।

 

আরও পড়ুন: খুলনা অঞ্চলের পর্যটনে সীমাবদ্ধতা, সুযোগ-সুবিধার ঘাটতিতে থমকে সম্ভাবনা

 

বিশ্বজুড়ে যখন পর্যটন খাত এগিয়ে চলেছে সমৃদ্ধির দিকে, তখন বাংলাদেশের এমন করুণ অবস্থার কারণ হিসেবে ভিসা জটিলতা, আন্তর্জাতিক প্রচারণার অভাব, পর্যাপ্ত অবকাঠামোর ঘাটতি, নিরাপত্তা নিয়ে শঙ্কা এমনকি দেশের রাজনৈতিক অবস্থাকেও দায়ী করছেন বিশ্লেষকরা।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোয়েব-উর-রহমান বলেন, 

কোন দেশ থেকে বেশি আসছে, কোন দেশ থেকে কম আসছে? কারণ কী? সেটা গবেষণা করে বের করে সিদ্ধান্ত নিলে সমস্যার সমাধানে পৌঁছানো যাবে। অগ্রসর দেশগুলো এই পদ্ধতিতেই সমাধান বের করে।   

 

যদিও দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে প্রচারণা চালাচ্ছে বলে দাবি বাংলাদেশ পর্যটন বোর্ডের, যার অংশ হিসেবে তৎপর করা হচ্ছে বিদেশি মিশনগুলোকেও।

 

বাংলাদেশ ট্যুরিজম বোডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন বলেন, ‘সামাজিক মাধ্যমে পর্যটন স্পট এবং পর্যটনের সম্ভাবনা সম্পর্কে প্রচুর প্রচার চালানো হয়।’

 

আরও পড়ুন: বিশ্বের দীর্ঘতম সৈকত, তবু বিদেশিদের নেই আগ্রহ!

 

আর পর্যটন করপোরেশন জানায়, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজন দেশের যোগাযোগসহ যাবতীয় সেবা কার্যক্রমকে সহজ করা, যার লক্ষ্যে প্রণয়ণ হচ্ছে পর্যটন নীতিমালা ২০২৫।

 

বাংলাদেশ ট্যুরিজম করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা বলেন, 

কানেক্টিভিটি, সার্ভিস কোয়ালিটিসহ এ ধরনের বিষয়ে গুরুত্ব দেয়া প্রয়োজন। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে, সেটি বিদেশি পর্যটকদের অবশ্যই আকৃষ্ট করবে। আর নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। ভিসা জটিলতার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

 

প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, আর ইতিহাসে ভরপুর হলেও বিশ্ব পর্যটনের মূলধারায় আজও জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। অথচ সঠিক পরিকল্পনা আর একটু প্রচেষ্টা বদলে দিতে পারে দেশের পর্যটন খাতের চেহারা।

 

পর্যটন শুধু আর্থিক উন্নয়নের জায়গা নয়, একটি দেশের সংস্কৃতি, ঐতিহ্য আর ইতিহাসকে তুলে ধরার মাধ্যমও বটে। তাই টেকসই আর নিরাপদ পর্যটন গড়ে তোলার লক্ষ্যে সঠিক পদক্ষেপ বিশ্ব মানচিত্রে অন্যতম স্থান এনে দিতে পারে বাংলাদেশকে।

]]>
সম্পূর্ণ পড়ুন