নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে কয়েকজন পর্যটকের ব্যবহৃত উচ্চ শব্দের লাউড স্পিকার জব্দ করা হয় এবং সর্তক করা হয় ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য।
রায়হান মাহমুদ জানান, প্রতিদিন হাজারো পর্যটক এখানে ভিড় করছেন। কিন্তু কেউ কেউ উচ্চ শব্দে গান বাজিয়ে পরিবেশ দূষণ করছেন যা বাগানের স্বাভাবিকতা নষ্ট করছে। পর্যটকদের সহযোগিতায় এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করাই আমাদের লক্ষ্য। তাই জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা ও প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, অতিরিক্ত শব্দের কারণে শুধু প্রকৃতি নয়, বাগানের উৎপাদনেও বিরূপ প্রভাব পড়ছে।
আরও পড়ুন: কম খরচে বেশি লাভ, আমড়া চাষে ঝুঁকছেন পিরোজপুরের চাষিরা
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম জানান, আগামীতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে এবং যারা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২৭ জুলাই নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার আটঘর-কুড়িয়ানা এলাকাটি একটি প্রাকৃতিক ও পরিবেশ-সংবেদনশীল এলাকা হওয়ায় স্থানীয় জনগণের স্বাভাবিক কর্মপরিবেশ ও পর্যটকদের নিরাপদ ভ্রমণের স্বার্থে নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে হত্যা: পিরোজপুরে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নির্দেশনায় বলা হয়েছে- কোনো ধরণের বাদ্যযন্ত্র (লাউড স্পিকার, সাউন্ড সিস্টেম ইত্যাদি) ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। উচ্চ শব্দ পরিবেশ দূষণ সৃষ্টি করে এবং স্থানীয় জনজীবন ও বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর। পেয়ারা বাগানে নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী পর্যটক আগমন করেন। তাই প্রত্যেককে অশ্লীলতা পরিহার করে অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে। বড় আকারের ট্রলার বা উচ্চ শব্দযুক্ত ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বাগানে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
]]>