চলতি বিপিএলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর থেকেই আলোচনায় তামিমের ভবিষ্যৎ। বেশ কয়েকবার তিনি বলেছেন ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেয়ার কথা। ক্রিকেটার পরিচয়কে এখনই বিসর্জন দেয়ার ইচ্ছা নেই তামিমের।
ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে আগামী বিপিএলে খেলার প্রশ্নের উত্তরে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম বললেন, ‘ইনশাল্লাহ… অবশ্যই।’ এই বিপিএলেই এক ম্যাচে টসের পর ধারাভাষ্যকার ড্যানি মরিসনের প্রশ্নে তামিম বলেছেন, তার ছেলে তাকে ঘরোয়া ক্রিকেটে আরও খেলতে দেখতে চান। তার নিজেরও চাওয়া তেমনই।
আরও পড়ুন: বিপিএলের ফাইনালে তামিমকে বিদায় জানাবে বিসিবি
আগামী বিপিএল খেলার আগে তামিম ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পাচ্ছেন। গত বছর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা বাঁহাতি ওপেনার এবার ঠিকানা বদলে নাম লিখিয়েছেন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে।
সবকিছু ঠিক থাকলে ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত দেখা যাবে তামিমকে। এছাড়াও দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাইঞ্চাইজি লিগেও দেখা যেতে পারে তাকে। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ড নাইন্টি লিগেও খেলতে পারেন তামিম। ওই টুর্নামেন্টে বিগ বয়েজ স্কোয়াড দলে আছেন তিনি।