ফেসবুকের স্ট্যাটাসের সূত্র ধরে সময় সংবাদের সঙ্গে কথা হয় শেখ সাদীর। প্রশ্ন করা হয় পরীমণির সঙ্গে চারিদিকে প্রেমের গুঞ্জন। সত্য নাকি?
প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কিছুই বলবো না। মুখও খুলবো না। একটা স্ট্যাটাস দিয়েছি জাস্ট। তা নিয়ে কত নিউজ! কত হইচই।
এ সময় গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝেড়ে সাদী বলেন, পরী আমার ভালো বন্ধু। পারিবারিকভাবেও আমাদের ভালো সম্পর্ক। একসঙ্গে আমাদের কিছু কাজ আসছে সামনে। সময় হলে সবাইকে তা জানাবো।
আরও পড়ুন: এবার পরীমণি লিখলেন ‘নতুন কিছু’
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে নিজের কিছু ছবি প্রকাশ করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি বাক্য। যার বাংলা অর্থ দাঁড়ায়- ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।
সাদীর এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরীমণিও সাড়া দেন। সাদীর পোস্টে পরী কমেন্ট করে লিখেছেন ‘ওহ’।
আরও পড়ুন: ‘পরী’ পেতে চান সাদী, কী মন্তব্য অভিনেত্রীর?
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি।