পরীক্ষা কেন্দ্রে অস্ত্র হাতে মহড়া দেয়া সেই যুবক গ্রেফতার

৩ সপ্তাহ আগে
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিয়ে ভীতি প্রদর্শন ও শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেয়া অভিযুক্ত যুবক আল-সাদকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২১ ডিসেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।


তিনি জানান, শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকা থেকে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্প ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।


র‍্যাব-৬ এর সহযোগিতায় তাকে শনিবার সন্ধ্যায় খুলনা শহরের ময়লাপোতা এলাকায় যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।


আল-সাদ আলফাডাঙ্গা পৌরসভার আনোয়ার হোসেনের ছেলে এবং আলফাডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম-সাধারণ আমিরুল ইসলামের ভাগনে।


আরও পড়ুন: ফরিদপুরে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের স্পিডবোট মহড়া


র‍্যাব কর্মকর্তা তাপস কর্মকার জানান, বহিরাগত আসামি আল-সাদ (৩০) পরীক্ষা কেন্দ্রে জারি থাকা ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। এ সময় তিনি কর্তব্যরত শিক্ষক ও কলেজের অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।


পরবর্তীতে তার সহযোগী সাদি খানকে (২৭) সঙ্গে নিয়ে হাতে তলোয়ারসহ কলেজ ক্যাম্পাসে পুনরায় প্রবেশ করে শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেন, যার ফলে পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয়। ঘটনার ভিডিও ফুটেজ কলেজ ক্যাম্পাসে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়।


এ ঘটনার দুদিন পর কলেজের কর্মচারী নাজমুল হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন বলে থানা সূত্রে জানা যায়। মামলায় আল-সাদ সহ তার সঙ্গে থাকা অপর যুবক পৌর সদরের শ্রীরামপুর এলাকার গফুর খাঁর ছেলে সাদিকে (২৫) আসামি করা হয়।


আরও পড়ুন: লালপুরে পদ্মার চরে আবারও অস্ত্রের মহড়া, এলোপাথাড়ি গুলি বর্ষণ


এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জানান, গ্রেফতার আল-সাদকে রাতেই থানায় হস্তান্তর করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর যুবককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


এর আগে গত ৯ ডিসেম্বর আলফাডাঙ্গা পৌরসভার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা অমান্য করে ওই যুবক কলেজে প্রবেশ করে ত্রাস সৃষ্টি করেন। কলেজটির সিসি ক্যামেরায় সম্পূর্ণ দৃশ্যটি ধরা পড়ে।


সিসি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে দুই যুবক প্রবেশ করেন৷ পেছনে বসা আল সাদের হাতে বড় আকৃতির দেশীয় অস্ত্র রামদা উঁচিয়ে নিয়ে আসেন। এ সময় অনেকে দৌড়ে সরে যান। এরপর কলেজের মূল ভবনে প্রবেশ করেন। কিছুক্ষণ পর নেমে বেরিয়ে যান।

 

]]>
সম্পূর্ণ পড়ুন