পরিবার নিয়ে হাতিরঝিলে ম্যারাথন, শিশুসহ ছিলেন ১৫০০ দৌড়বিদ

১ দিন আগে
রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ফ্যামিলি রান ম্যারাথন। পরিবারকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ও সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে শুক্রবার (২৫ জুলাই) ভোরে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় দেশি-বিদেশি প্রায় ১৫০০ দৌড়বিদ অংশ নেন।

ম্যারাথনে দুটি বিভাগে দৌড় অনুষ্ঠিত হয়—২.২ কিলোমিটার এবং ৭.৫ কিলোমিটার। বিভিন্ন বয়সী দৌড়বিদরা এতে অংশ নেন, যার মধ্যে অনেকেই প্রথমবারের মতো ম্যারাথনে দৌড়েছে।

 

অংশগ্রহণকারীরা অনেকে জানান, দৌড়ের মাধ্যমে তারা শুধু শরীরচর্চাই নয়, বরং পরিবারের সঙ্গে মানসিক সংযোগও দৃঢ় করা যায়।

 

অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন দেশ থেকে আসা ৫০ জনেরও বেশি বিদেশি দৌড়বিদ।

 

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

 

বিশেষভাবে দৃষ্টি কেড়েছে এমন কিছু অংশগ্রহণকারী যারা শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা জয় করে দৌড়ে অংশ নিয়েছেন। তাদের অংশগ্রহণ সবাইকে অনুপ্রাণিত করে।

 

আয়োজকরা জানান, এই ম্যারাথনের মূল উদ্দেশ্য ছিল পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করা এবং সক্রিয় ও স্বাস্থ্য জীবনযাপনকে উৎসাহিত করা।

]]>
সম্পূর্ণ পড়ুন