পরিত্যক্ত হয়ে গেলো নিউজিল্যান্ড-উইন্ডিজের চতুর্থ টি-২০

২ সপ্তাহ আগে
নিউজিল্যান্ডের সিরিজ নিশ্চিত করা হলো না, ওয়েস্ট ইন্ডিজেরও সমতায় ফেরা হলো না। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে দুদলের চতুর্থ টি-টোয়েন্টিটি। ৫ ম্যাচের সিরিজে কিউইরা খেলতে নেমেছিল ২-১ ব্যবধানে এগিয়ে থেকে।

নেলসনে আজ টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ৬.৩ ওভার খেলেছিল। ৫ ওভার পর একবার বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে, ৬.৩ ওভারের পর ফের নামা বৃষ্টি আর থামেনি। আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত করে দেন।


৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। অ্যালিক আথানাজ ২১ রান করে আউট হলে আমির জাঙ্গু ও ১২ ও শাইপ হোপ ৩ রান করে অপরাজিত থাকেন।


আরও পড়ুন: কুয়েতকে উড়িয়ে হংকং সিক্সেসের শিরোপা জিতল পাকিস্তান


প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৭ রানে জিতেছিল। পরের দুটি ম্যাচে তাদের ব্যাটিংয়ে ধস নামিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড জিতে যায়। দ্বিতীয় ম্যাচে ৯৩ রানে ৬ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ৮ নম্বরে নামা রোমারিও শেফার্ড ও ৯ নম্বরে নামা ম্যাথিউ ফোর্ডের ব্যাটে লড়াই জমিয়ে তুলে। যদিও ২০৮ রান তাড়ায় শেষ পর্যন্ত ৩ রানে হারতে হয়। তৃতীয় ম্যাচেও হয় দ্বিতীয় ম্যাচের পুনরাবৃত্তি।


জ্যাকব ডাফির তোপ ও ইশ সোধির ঘূর্ণিতে ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৭ ব্যাটারের মধ্যে আথানাজ ৩১ ও আকিম অগাস্তে ২৪ রান করেন। এরপর জুটি গড়েন ৮ নম্বরে নামা শেফার্ড ও ১০ নম্বরে নামা শামার স্প্রিঙ্গার। ৮৮ রানে ৮ উইকেট হারানোর পরের ৩৮ বলে তারা তুলেন ৭৮ রান। শেষ ৭ বলে দরকার পড়ে ১২। সেই সমীকরণ আর মেলাতে পারেনি তারা, ১৭৮ রান তাড়ায় ১৬৮ রানে অলআউট হয়ে হারে ৯ রানে।

]]>
সম্পূর্ণ পড়ুন