পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে ‘বোতল বাড়ি’, উৎসুক মানুষের ভিড়

৩ সপ্তাহ আগে
ফেলে দেয়া প্লাস্টিকের বোতল ব্যবহার করে বাড়ি নির্মাণ করে সাড়া ফেলেছেন গাইবান্ধার অটোরিকশা চালক আব্দুল হাকিম। বোতল দিয়ে তার বাড়ি নির্মাণ কাজ দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। ইটের পরিবর্তে প্লাস্টিকের রঙ-বেরঙের পরিত্যক্ত বোতল দিয়ে বাড়ি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। প্রথমে গ্রামবাসী তাকে এ কাজে নিরুৎসাহিত করলেও এখন জেলার একমাত্র এ বাড়িটি নিয়ে গর্ব করছেন তারা।

পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে ঘর তৈরি করে নজর কেড়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার অটোরিকশা চালক আব্দুল হাকিম। বাড়ি নির্মাণের এমন অভিনব উপায় দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। রঙবেরঙের পানির বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল কিংবা জুসের ফেলে দেয়া খালি বোতল-এসবই এখন হাকিমের স্বপ্নের বাড়ির ইট।

 

জুস, কোলড্রিংস, পানিসহ বিভিন্ন ধরনের কাজে ব্যবহারের পর ফেলে দেয়া বোতলে সিমেন্ট মিশ্রিত বালু ভরে ইটের বদলে সারি সারি প্লাস্টিকের বোতলে সিমেন্টের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন বাড়ি। পরিবেশবান্ধব ও কম খরচে নির্মিত এই ঘরকে স্থানীয়রা শখ করে বলছেন ‘বোতল বাড়ি’।

 

আরও পড়ুন: প্লাস্টিক দানব তৈরি করে পরিবেশ দিবসে ব্যতিক্রমী সচেতনতা

 

বোতল দিয়ে বাড়ি তৈরি করলে গরমের সময় ঘর থাকবে ঠান্ডা আর প্রচণ্ড ঠান্ডার সময় ঘর থাকবে গরম এমন ভিডিও ইউটিউবে দেখে মনে মনে বোতল দিয়ে বাড়ি নির্মাণের চিন্তা করেন গাইবান্ধার সুন্দরগঞ্জের অটোরিকশা চালক আব্দুল হাকিম। পরবর্তীতে এক আত্মীয়ের বোতল দিয়ে নির্মিত বাড়ি দেখে আরও উৎস পান তিনি।

 

বোতল বাড়ির মালিক আব্দুল হাকিম জানান, বিভিন্ন এলাকা থেকে ফেলা দেয়া ও ভাঙারির দোকান থেকে প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তিনি বাড়ি তৈরির কাজ শুরু করি। বোতল বাড়ির চার দেয়ালের গাঁথুনি এখন প্রায় শেষ পর্যায়ে।

 

প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আব্দুল হাকিম পরিত্যক্ত বোতল সংগ্রহ করে বস্তায় ভরে অটোরিকশা করে বাড়ি এনে মজুত করতেন। শুরুর দিকে তার বোতল সংগ্রহ ও বোতল দিয়ে বাড়ি নির্মাণের এমন পদ্ধতির কথা শুনে হাসি-তামাসা করলেও এখন বাড়িটি নিয়ে গর্ব করছেন এলাকাবাসী। প্রতিদিন উৎসুক মানুষ আসছেন বাড়িটি দেখতে।

 

পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ যত্রতত্র পড়ে  থাকা এসব প্লাস্টিকের বোতল দিয়ে পরিবেশ বান্ধব ঘর বানিয়ে যেমন অর্থ সাশ্রয় হচ্ছে তেমনি বিপর্যয় থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ। সহজে প্রাপ্য ও অল্প খরচে দৃষ্টিনন্দন  প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি বাড়ি দেখে অনেকেই বোতল বাড়ি নির্মাণে আগ্রহী হচ্ছেন।

 

আরও পড়ুন: পানি পানে প্লাস্টিক পরিহারের সিদ্ধান্ত ডিএনসিসির

 

ইটের চেয়ে খরচ কম ও  দেখতে সুন্দর এবং পরিবেশ বান্ধব হওয়ায় বোতল দিয়ে নিজেই নিজের বাড়ি তৈরি করেছেন রাজ মিস্ত্রী বাদশা খান। আর রংপুরের হারাগাছায় সেই বাড়ি দেখেই বাড়ি বানিয়ে দেয়ার আব্দার করেন ভাগ্নি জামাই আব্দুল হাকিম। জামাইয়ের অনুরোধে নিজের মতো বোতলের বাড়ি নির্মাণের কাজ করে দিচ্ছেন রাজমিস্ত্রী বাদশা খান।

 

নির্মাণ মিস্ত্রী বাদশা মিয়া জানান, নিজের মতো করে বোতল দিয়ে জামাইয়ের বাড়ি তৈরি করে দিচ্ছি। এ বাড়ি দেখতে খুব সুন্দর হয় এবং বসবাস খুব আরামদায়ক।

 

উল্লেখ্য, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি  খানপাড়ার অটোরিকশা চালক আব্দুল হাকিমের ৩ রুমের এ বাড়িটি করতে ছোট বড় মিলে ১৮ হাজার ৮৩৫টি বোতল ব্যবহার করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন